| | |

ব্রিটিশ বাংলাদেশি সামিট ২০২৫।


প্রথম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সামিট ২০২৫ লন্ডনে অনুষ্ঠিত

লন্ডনের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সামিট ২০২৫। এই ঐতিহাসিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও তরুণরা অংশগ্রহণ করেন।

সামিটের আয়োজক ও সঞ্চালক ছিলেন তামান্না মিয়া। তিনি এর আগে সফলভাবে ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্ট সামিট ও আন্তর্জাতিক নারী দিবস ইফতার ২০২৫ আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন সিটির প্রথম ব্রিটিশ বাংলাদেশি অ্যাল্ডারম্যান কাওসার জামান, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল, পেইট্যাপের পরিচালক শাহেদ উদ্দিন, লন্ডন অ্যাসেম্বলির সদস্য উনমেশ দেসাই, এবং আরও অনেকে।

সামিটে বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা হয়—সৃষ্টিশীল শিল্প, পুরুষদের মানসিক স্বাস্থ্য, নারীদের পেশাজীবন এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রায় ১৩০ জন অতিথি অংশগ্রহণ করেন।


Similar Posts