শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ পুনর্মিলনী ।

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের র উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী রবিবার পূর্ব লন্ডনের রয়েল ব্যাঙ্গল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রানু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীম আহমদ ও জাহাংগির আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক লুতফুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমদ মিয়া, আবুল কালাম আজাদ, অধ্যাপক ফেরদৌস আলম নৌশা, সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, আব্দুল করিম, সালেহ আহমদ, নাসির আহমদ শাহিন, তোফায়েল আহমদ, প্রভাষক জয়নাল আবেদীন, আব্দুল ওদুদ, মজাহিদ আলী, জায়েদ মিয়া প্রমুখ।
সভায় ট্রাস্টের বিভিন্ন প্রজেক্টের সার্বিক বিশয় নিয়ে আলোচনা করা হয়। এবং প্রজেক্টগুলি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।