| | |

লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী পালিত হয়।


শহীদ জননী জাহানারা ইমামের মৃর্ত্যুবার্ষিকী স্মরণে

“মাগো ভাবনা কেন”

যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালন

২৬ জুন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্যেগে লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ।
অনুষ্ঠানের শুরুতে জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাহানারা ইমামের গণ আদালত গঠন ও আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মূসা হাসান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য গঠনে জাহানারা ইমাম কিভাবে তরুণদের যুক্ত করেছিলেন সেই প্রেক্ষিত নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আনসার আহমদ উল্লাহ ।
স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান ো লিসা গাজী।অনুষ্ঠানে ছিল জাহানারা ইমামের স্মরণে তাঁকে উৎসর্গিত কবিতা আবৃত্তি ।
জাহানারা ইমামের ৭১ এর দিনগুলি বই থেকে পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন , স্বরচিত কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা সদস্য কবি হরমুজ আলী, কবি হামিদ মোহাম্মদ ,মাসুক ইবনে আনিস, মাহফুজা তালুকদার, মুজিবুল হক মনি, ধনঞ্জয় পাল।
আবৃত্তি করেন উর্মি মাজহার , নজরুল ইসলাম অকিব ও মুনিরা পারভীন।
অনুষ্ঠান শেষে উদিচী সত্যেন সেন স্কুলের শিল্পী নুরুল ইসলাম ও অসীমা দের নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন হয় ,মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্তি ছেলে।


Similar Posts