বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের NRB ডে উদযাপন ।

বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ প্রতি বছরের মতন এবারেও পালন করলো এন আর বি ডে অর্থাৎ অনাবাসী বাংলাদেশী দিবস। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের দ্যা রয়েল রিজেন্সী হলে অনুষ্ঠিত হয়। কমিউনিটিটির প্রায় সাত শতাধিক অতিথি আর সংগঠনের সদস্যদের নিয়ে জমজমাট এই আয়োজন চলে মধ্যরাত অবধি ।মাইনুদ্দিন আনসার সংগঠনের পক্ষথেকে স্বাগত জানিয়ে সুচনা করেন অনুষ্ঠানের । এর পর তিন সঞ্চালক সৈয়দ আহবাব হুসেইন জেইন মিয়া এবং সুমনা শুমির পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মওলানা আনিসুর রহমান ।স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ার এম এ বারী।
অনুষ্ঠানে কমিউনিটির তিন জন গুনী জনকে সন্মাননা প্রদান করা হয় ।যাদের মাঝে মরণোত্তর সন্মাননা প্রাপ্ত জন হচ্ছেন খন্দকার ফরিদ উদ্দিন এ ছাড়া চ্যানেল এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী এবং নিউ হ্যাম কাউন্সিলের কাউন্সিলর বর্ষীয়ান কমিউনিটির এক সজ্জন কাউবন্সিল্র ওসমান গনি ।সন্মাননা তুলে দিতে মঞ্চে উপস্থিত বিপিকেপি পিরিবার সদস্যদের সাথে আরও উপস্থিতদের মাঝে অন্যতমরা হলেন ইলিং সেন্ট্রালের এম পি ডক্টর রুপা হক,স্পিকারকাউন্সিলর খালেদ সাইফুদ্দিন , চেয়ার অব দ্যা কাউন্সিল( নিউহ্য্যম) কাউন্সিলর রহিমা রহমা্ন, মেয়র কাউন্সিলর সমতা খাতুন, মেয়র কাউন্সিলর মইন কাদরী, এম এ মুনিম মাও্লানা আব্দুল কাদেস্র সালেহ। এই পর্বটি পরিচালনা করেন মাইন উদ্দিন আনসার ও জেইন মিয়া ।
এবারের প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন পর্বটি পরিচালনা করেন স্মরণিকা উপ কমিটির সম্পাদক মোস্তাক বাবুল মোড়ক উন্মচনপর্বে স্মরণিকা উপ পরিসদের সদস্য উপস্থিত কাউন্সিলর বৃন্দ এবং সহ অন্য্যনরা । এ ছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বি পি কে পি প্রধান উপদেষ্টা সাহগীর বখত ফারুক, বিসিএ সভাপতি অলি খান এম বি ই, এটিএন বাংলার প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স ,চেম্বার সভাপতি রফিক হায়দার ব্যারিস্টার আতাউর রহমান , আই ওন টিভির প্রধান নির্বাহী আতাউল্লাহ ফারুক এবং ডক্টর জাকির খান সহ অনেকে
শেষ পর্বে শামিমা মিতার পরিচালনায় এক মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজন সবার মন কাড়ে ।