লন্ডনে অগ্নিভাষা বীরাঙ্গনা অনুস্ঠিত।

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’ উপস্থাপন করলেন মুনিরা
বিজয়ের মাসে বীরাঙ্গনাদের অশ্রুত আখ্যান উপস্থাপন করে দর্শক ¯্রােতাদের ভালোবাসায় সিক্ত হলেন ছান্দসিকের কর্ণধার বিশিষ্ট বাচিক শিল্পী ও চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুুনিরা পারভীন। মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য বীরাঙ্গনা অনুষ্ঠানে ৬ জন বীরাঙ্গনার যুদ্ধ আখ্যান তুলে ধরে ত্রিশ লক্ষ শহীদ ও চার লক্ষ মা বোনদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। গান, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের বীরত্বকথনে পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে ছান্দসিকের এই আয়োজন হয়ে উঠেছিলো হৃদয়গ্রাহী। মুনিরার উপস্থাপনার সময় অনেক দর্শক আবেগ ধরে রাখতে পারেন নি। তাদের অনেকেই চোখের জলে ভাসান বুক। তার উপস্থাপনায় স্বাধীনতার আবহ তৈরিতে ভূমিকা রাখে জনপ্রিয় সংগীত শিল্পী বিনায়ক দেব জয়ের দেশাত্ববোধক গান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন -বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। সংগীত পরিবেশন করেন – হুমায়ুন ইলতুত, কিবোর্ডে ছিলেন অমিত দে। কবিতা পাঠ করেন হামিদ মোহাম্মদ, শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু এবং নজরুল ইসলাম অকিব।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মইনুর রহমান বাবুল, সৈয়দ এনামুল ইসলাম, হরমুজ আলী, আহবাব হুসেন, কামাল মেহেদী, পলি রহমান, লিপি ফেরদৌসী, কে এম হুসেন, লিপি হালদার, শাহ বেলাল,জামাল খান, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ ইকবাল,শামীম আহমদ, সৈয়দ হিলাল সাইফ, ফারুক কামাল, ফুয়াদ চৌধুরী,হাফসা ইসলাম,মিজানুর রহমান,রেজাউল করিম মৃধা সহ আরও অনেকে ।