| | |

পন্চব্রীহি ধান উদ্ভাবক গবেষক ডঃ আবেদ চৌধুরীর বিশেষ অনুস্ঠান।


দারিদ্রতা বিমোচনের পাশাপাশি সারা বিশ্বে উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন স্বনামধন্য জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী । বিস্ময় জাগানো পঞ্চব্রীহি নামে ধান উদ্ভাবন করেছেন তিনি,যা এক রোপনে পাঁচবার ফলন দেয় । এবার বিলেতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফল ভাবে পরিক্ষামুলক ধান ফলাতে সক্ষম হয়েছেন এ বিজ্ঞানী । অভূতপূর্ব এ সাফল্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে লন্ডনে কাজ শুরু করেছে “ফ্রেন্ড অফ কৃষান এন্ড পঞ্চব্রীহি “ ।
এ উপলক্ষে গত রোববার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে এ সংঘঠনের উদ্দ্যোগে “ওউন্ডার রাইস, জয়েন দ্যা জার্নি” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
ফ্রেন্ড অফ কৃষান এন্ড পঞ্চব্রীহির অন্যতম উদ্যোগতা সাংবাদিক এমদাদুল হক চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পারভেজ রশিদ , দারিদ্রতা ও খাদ্য অভাবে সারা বিশ্ব প্রতিবছর কত মানুষ মারা যায় তার পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন তথ্যাদি তুলে ধরে প্রেজেন্টেশন করেন শাহরিয়ার আহমদ ।
বাংলাদেশেশের মৌলভীবাজর জেলার হাজীপুরের কানিহাটী গ্রামে সফল পঞ্চব্রীহির ফলন ও এর ধারবাহিক সাফল্যের উপর বিস্তারিত আলোক পাত করেন বিজ্ঞানী আবেদ চৌধুরী। তিনি বলেন, বৃটেন তথা পূরো ইউরোপে ধান ফলানো সম্ভব এবং এ লক্ষ্যো আমরা কাজ করছি। বিলেতের বাঙ্গালী কমিউনিটিকে সাথে নিয়ে তিনি এ ধানের বৈপ্লবিক উৎপাদন করার প্রত্যয় ব্যাক্ত করেন।
বিলেতে বাংঙ্গালী কমিউনিটির বিশিস্টজনদের উপস্থিতিতে লন্ডনে সফল ভাবে পরিক্ষামূলক ধান ফলনের উপর একটি ডকুমেন্ট্রী প্রর্দশন করা হয় ।
অনুষ্ঠানের শেষাংশে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডঃ আবেদ চৌধুরী ।


Similar Posts