| | |

বিবিসিসিআই নর্থ ওয়েস্ট রিজনের বার্ষিক গালা ডিনার অনুস্ঠিত।


নর্থ ইংল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, ব্যবসার প্রসার ও নতুন উদ্যেক্তা তৈরীর লক্ষ্য নিয়ে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়ে গেলো বিবিসিসিআই’র নর্থ ওয়েস্ট রিজিওনের উদ্যেগে বিজনেস গালা ডিনার। এতে পুরো ইউকে থেকে বাংলাদেশী কমিউনিটির বিজনেস লিডাররা অংশ নেন। ম্যানচেস্টার এয়ারপোর্টের কাছে অভিজাত হিলটন হোটেলের বলরুমে বিজনেস ডিনারে ব্রিটেনে ব্যবসা বানিজ্যের নতুন চ্যালেন্জ ও সম্ভাবনা নিয়ে আলাদা আলাদা প্রেজেন্টেশন তুলে ধরা হয়। নেটওয়ার্কিংয়ে অংশ নেন বিজনেস অক্সপার্টরা। বিশেষ করে আলোচনায় উঠে আসে কারী শিল্প, এক্সপোর্ট-ইমপোর্ট বিজনেস, আইটি ও টেক ইন্ডাস্ট্রি।

আমাদের সহকর্মী ও বিবিসিসিআই’র নর্থ ওয়েস্ট রিজিওনের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান ভাই ও তার টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। দারুন একটি সন্ধ্যা কেটেছে সকলের সাথে। অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো আমাদের নর্থের সহকর্মীদের সাথে।


Similar Posts