| | |

জুরি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে নির্বাচন সম্পন্ন।


জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন।

সালেহ আহমেদ সভাপতি, জহিরুল ইসলাম জাবেল সাধারণ সম্পাদক, সিপার রেজা কোষাধক্ষ্য ও আজহার আহমেদ ওয়াসিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে জুরি ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৬ শে সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল এর পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আইন বিষয়ের সম্পাদক সাদিকুর রহমান।
সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন আহমেদ, ওয়েলফেয়ারের বাৎসরিক রিপোর্ট প্রদান করেন জহিরুল ইসলাম জাবেল ও আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধক্ষ আব্দুস সবুর।
সংগঠনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি ও সেক্রেটারি। সাধারণ সদস্যরা বর্তমান কমিটির গত দুই বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভুয়সি প্রশংসা করেন।

দ্বিতীয় পর্বে ফারুক আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার, ইউনুস মিয়া ও জিল্লুর রহমান কয়েছ কে সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব দেওয়া হয়।
নির্বাচন কমিশনারের পরিচালনায় ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৩-২৪ বছরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দিতায় সালেহ আহমেদকে সভাপতি, জহিরুল ইসলাম জাবেল কে সাধারণ সম্পাদক, সিপার রেজাকে কোষাধক্ষ্য ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আজহার আহমদ ওয়াসিমকে নির্বাচিত করা হয়।
ওয়েলফেয়ারের পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে নির্বাচিত করা হবে বলে নির্ধারণ করা হয়।


Similar Posts