| | |

Gardening Champion Award পেলেন সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা।


গত ১৫ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যায় ইস্ট ল্ন্ডনের একটি হলে ইস্ট হ্যান্ড চ্যারিটি সংগঠন ল্ন্ডনের শখের বাগানীদের বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করে।

শখের বসে বাসার পিছনে ছোট্ট জায়গায় লাউ, কুমড়া, টমেটো, বেগুন, মরিচ, ছিম নানান ধরনের সব্জি সহ অন্যান্য ফসল উৎপাদন করেন। সুন্দর মাচা করে গুছালো বাগান করে সাংবাদিক রেজাউল করিম মৃধা। ইস্ট হ্যান্ড চ্যারিটি সংগঠনের বিচারে তাকে গার্ডেনিং চ্যাম্পিয়ন এওয়ার্ড ২০২৩।

এছাড়াও

করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে অবিরামভাবে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন।

কখনো হাসপাতালে, কখনো মর্গে , কখনো করোনা রোগীর বাসায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনে সবার আগে। সংবাদ সংগ্রহ এবং সংপ্রচার। একাধারে চ্যানেল এস এর নিউজ, অন লাইন নিউজ সেই সাথে ফেইজ বুকে নিয়মিত করোনার আপডেট সবার কাছে নিজের গ্রহন যোগ্যতা অর্জন করেছে।

এ জন্য কভিড-১৯ এ সাংবাদিকতায় অসামান্য কৃতিত্বের জন্য ২০২১ সালে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি এওয়ার্ড পেয়েছেন।

সাংবাদিকতা, সামাজিক ও মানবিক কাজের স্মীকৃতি স্বরুপ ২০২২ সালে টাওয়ার হ্যামলেট কাউন্সিল থেকে পেয়েছেন সিভিক এওয়ার্ড।


Similar Posts