| | |

সৈয়দ নবীব আলি কলেজ সমসাময়ীক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুস্ঠিত।


সৈয়দ নবীব আলী কলেজের সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল ৪ই সেপ্টেম্বর রোজ সোমবার পর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট
অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়নের প্রবিণ মুরব্বী বীর মুক্তিযোদ্বা জনাব ফয়জুর রহমান খাঁন নুনু। আলীনগর ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক জাকের আহমেদ চৌধুরীর সঞ্চালনায় ও জায়েদ মানিক চৌধুরী সার্বিক সহযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আজিজুর রহমান।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনাব তমজ্জুল আলী ( তোতা মিয়া ) এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল আজীজ তকি, কাউন্সিলর আছমা বেগম , বিয়ানীবাজার উপজেলা প্রগতি ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি মনজুরু ছামাদ চৌধূরী( মামুন) চারখাই ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী সোহেল চৌধুরী, শাহজাহান ছিদ্দিক ছায়রাছ, আব্দুল মারজান চৌধূরী,আবুল হাছনাত,নাহিন মামুদ,আলীনগর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি হেলাল চৌধূরী বকুল, মিফতাউর চৌধূরী সমাজ কল্যাণ সমিতি ইউ কে সভাপতি, হেলাল আহমদ, শাহাব উদ্দীন, আহাদ কবির চৌধূরী, সংবাদিক আব্দুল কাদের চৌধূরী মুরাদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক
আব্দুল বাছির, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সভাপতি মাহমুদ মিয়া মানিক, বারহাল ইউনিয়নের তরুণ সংগঠক
এ কে আজাদ তাফাদার লিটু, কানাইঘাট এসোসিয়নের সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ চৌধুরী ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন লন্ডনের বিভিন্ন জায়গা থেকে আগত মোহাম্মদ আজিম, একরামুজ্জামান হীরণ, খয়ের চৌধূরী,রাছেল হেলাল চৌধূরী, ছাব্বির খাঁন, ফয়ছল মুকিত, লিটন আহমদ, দেলোয়ার হুসেন,খালেদ চৌধূরী পলাশ, রাসেদ খাঁন,সোহেল আহমদ, ছাদ উদ্দীন ছাদ,জাকারিয়া আহমদ, সেলিম আহমদ, স্বপন খাঁন, একলিল চৌধূরী, সাব্বির খাঁন,মির্জা নিজাম ,সাহাব উদ্দীন খাঁন, আকরাম চৌধূরী,রাসেল খাঁন , আবু ছুফিয়ান,আল আমিন,আলম চৌধূরী,বেলাল আহমদ,সাবেক কাউন্সিলর সুলতান খাঁন,মোহাম্মদ মৌর উদ্দীন, নোমান চৌধূরী,
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হয় যে, সৈয়দ নবীব আলী কলেজ কে দুর্নীতি মুক্ত, যোগ্য পরিচালনা কমিটি , কলেজ ডিগ্রী করন এবং কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সকল একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


Similar Posts