২১শে আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোওয়া মাহফিলের আয়োজন করে ইউকে আওয়ামীলীগ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেট হামলার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
২১শে আগস্ট, পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে গ্রেনেড হামলার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতি সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তরে জবাব প্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াদ, যুগ্ম সাধারণ সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, খসরজ্জামান খসরু, মাসুদ বিল্লাহ, এম এ করিম, ২০০৪ সালের ২১ আগস্ট এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।এতে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিচারের রায় কার্যকর করার দাবি জানানো হয়।