| | |

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ ২০২৩ সফল ভাবে সম্পন।


রোববার, ১৩ আগস্ট ২০২৩ লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ভ্রমণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এসেক্সের সাউথএন্ড-অন-সী সমুদ্র সৈকতে অনুস্ঠিত হয়।

এই সামার ট্রিপে সংগঠনের দেড় শতাধিক মেম্বাররা তাদের পরিবার সহ উপস্থিত হয়ে সারা দিন আনন্দ উপভোগ করেন।

দুপুর ১২টা থেকে সবাই সাউথএ্যান্ড অন সিরে সেন্ট্রাল পয়েন্টে মিলিত হতে থাকেন এবং দীর্ঘদিন পর একে অপরের সাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।দুপুর ২.০১টার সময় সবাইকে খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা ।

পুরুষদের জন্য

রশি টানাটানি ও ফুটবল । দুই দলের ক্যাপ্টেন-ছিলেন

সায়েম চৌধুরী ও আনোয়ার শাহজাহান। দুইটি প্রতিযোগিতায় বিজয়ী হয় আনোয়ার শাহজাহান এর টীম। রেফারির দায়িত্ব পালন করেন রহমত আলি ও মোস্তফা কামাল মিলন।

মহিলাদের জন্য

(ক) হাঁড়ি ভাঙ্গা – বিজয়ীরা হলেন, জিনাত আরা জায়েদ শারমিন, হাবিবা ও অজন্তা রায়।

(খ) চামচে মার্বেল দৌড় – বিজয়ীরা হলেন অজন্তা রায়, নাসরিন শাহজাহান ও শিউলি হান্নান।

শিশুদের বয়স অনুযায়ী ৩ থেকে ১০ বৎসর বিজয়ীরা হলেন

(ক) মার্বেল খেলা বিজয়ী ১/ তাইবা ২/ রিফাত ৩/ আইয়াত।

(খ) বাকেটে বল নিক্ষেপ এ বিজয়ী ১/অক্ষর রায় ২/ তাহমিদ ৩/ আবেরী।

শিশু ১১ থেকে ১৭ বয়সের

মারজান মৃধা , আবরার ও এহসানুল করিম মৃধা।

বিজয়ীদের মধ্য আকর্ষণীয় পুরস্কার বিতরন করা হয়।

পুরস্কার বিতরনে এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইভেন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সহ সভাপতি রহমত আলি, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি সায়েম চৌধুরী, এসিসটেন্ট ট্রেজারার এম এ কাইয়ুম , আইটি এ্যান্ড মিডিয়া সেক্রেটারি এম এ হান্নান, ইসি মেম্বার আনোয়ার শাহজাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিথি মিস্টার টম , সন্মানীত মেম্বার বদরুজিজামান বাবুল, মোস্তফা কামান মিলন, এনাম চৌধুরী, হাসনাত চৌধুরী, জি আর সোহেল, খালেদ মাসুদ রনী,জুবায়ের আহমেদ, মাহবুব খানশুর, খালেদ পাটোয়ারী,অজন্তা রায় সহ আরো অনেকে।

অংশগ্রহন করেন মেম্বার মেজবাহ জামাল, শাহ ইউসুফ, সালাউদ্দিন শাহীন, হেফাজল করিম রাকিব, মোহাম্মদ কিনু মিয়া, মাসুদুজ্জামান মাসুদ, অপু রায় এবং মুনিরা পারভিনের বাসায় যোগদেন আক্রামুল হোসেইন।

সামার ট্রিপ সফলতার জন্য ইভেন্ট এ্যান্ড ফ্যাসেলিটিজ সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার সাথে সহযেগিতা করেন সালেহ আহমেদ, মোঃ আব্দুল কাইয়ুম , আব্দুল হান্নান, আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহজাহান, শাহনাজ সুলতানা সহ ইসি কিমিটি সদস্যগন।

সামার ট্রিপে দুপুর ১২.০০ টা থেকে মেম্বারা বিভিন্ন স্থান থেকে এসে নির্দিষ্ট ৩ টা থেকে ৬ টা পর্যন্ত সমুদ্র সৈকত চলে প্রতিযোগিতা এবং বিজয়ীদের বাঁধ ভাংগা আনন্দ। কিছু সময় ঘুরে ঘুরে সময় কাঁটান এবং সন্ধ্যা সারে ৭টায় মুনিরা পারভিনের বাসায় চলে চায়ের আড্ডা ও কবিতা আবৃত্তির মনমুগ্ধকর পরিবেশনা।

সংগঠনের সভাপতি এমদাদুল হক ট্রিপে অংশগ্রহনকারী সকল মেম্বার ও তার পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞ্যাপনের মধ্য দিয়ে ট্রিপের কার্যক্রম শেষ হয়।

রাত ১০.০০টায় দিকে যে যার গন্তব্যের দিকে ছুটে চলে। বছরের এই দিন টি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের জন্য একটি আনন্দময় দিন হিসেবে স্মরনীয় হয়ে থাকবে।


Similar Posts