আল কোরআন একাডেমী ল্ন্ডনের ১২ বৎসর পূর্তি অনুস্ঠান অনুস্ঠিত।

১৬ই জুলাই রবিবার পুর্ব লন্ডনের ‘লন্ডন মুসলিম সেন্টার’এ আল-কূরআন একাডেমি লন্ডনের ১২ বছর পুর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ড:আব্দুল বারির সভাপতিত্বে এবং মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মসরুর’র সঞ্চালনায় তিন শতাধিক অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মূফতি আব্দুল মুন্তাকিম,বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক কর্ণেল কবি আশরাফ উদ্দিন, ড: আব্দুস সালাম আজাদী, চ্যানেল এসের প্রতিষ্টাতা মাহি ফেরদৌস জলিল, ড: আবু হারিফ,নজল ইসলাম ফালাহী,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার জাহেদ চৌধুরী, নুরল আলম প্রমুখ। অনুষ্ঠানে নাশিদ পেশ করেন শহিদ ফালাহী।
অনুষ্ঠানে আল-কুরআন একাডেমির কর্ণধার হাফেজ মুনীর উদ্দিন জানান, বিশ্বের ২৩দেশে এযাত ১২টি ভাষায় ২মিলিয়ন পবিত্র কুরআন বিতরন করা হয়েছে। তিনি প্রোগ্রামে আগত অতিথিের ধন্যবাদ ও শুকরিয়া ঞ্জাপন করেন এবং কোরআন বিতরনের এই মহতি কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েন।
প্রোগ্রামে যুক্তরাজ্য, বাংলাদেশ, কলকাতা, নেপাল ও স্পেন থেকে আমন্ত্রিত অতিথিসহ বিলেতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।প্রোগ্রাম শেষে ছিল বিশেষ নৈশভোজ। পরে আমন্ত্রিত অতিথিেদেরকে আল-কূরআনের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।