বুধবার থেম্স রিভার থেকে সুমা বেগমের লাশ উদ্ধার।

মোঃ রেজাউল করিম মৃধা।
সুমা হত্যার তদন্তের পর গোয়েন্দারা টেমস নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুমা বেগম 24 বৎসর বয়স। হত 30 এপ্রিল টাওয়ার হ্যামলেটসের অর্চার্ড প্লেসের একটি ঠিকানা থেকে নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানানো হয়।
মেট পুলিশ নিশ্চিত করেছে যে বুধবার 10:00 BST পরে জনসাধারণের একজন সদস্যের কলের পর থেমসমেডে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আনুষ্ঠানিক শনাক্তকরণ এখনও হয়নি তবে মিসেস বেগমের পরিবার আপডেট করা হয়েছে।
যথাসময়ে ময়না তদন্ত হবে।এরপর বিস্তারিত জানানো হবে।
অরচার্ড প্লেসের ৪৫ বছর বয়সী আমিনান রহমানের বিরুদ্ধে ৪ মে বেগম হত্যার অভিযোগ আনা হয়।
সুমা বেগম সিলেটের সুনামগন্জের মেয়ে ৪ বৎসর পূর্বে স্বামীর সাথে লন্ডনে আসেন।রয়েছে দুটি ছোট্ট শিশু বাস করেন ডকল্যান্ডের নবনির্মিত অভিযাত ফ্লাটে। ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র ২৪ বৎসর বয়সে হত্যান্ডের স্বীকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান।