উইন্ডসরে সমাহিত হবেন রানি এলিজাবেথ।

মোঃ রেজাউল করিম মৃধা।
লন্ডনে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নেওয়া হবে উইন্ডসর ক্যাসেলে। সেখানকার সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হবে তাঁকে। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে গত বছর এখানকার রাজকীয় ভল্টে সমাহিত করা হয়েছে। সদ্য প্রয়াত রানিরও জায়গা হবে সেখানে।
গত বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকে আচ্ছন্ন পুরো যুক্তরাজ্য। প্রয়াত রানির সম্মানে দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের মানুষও রানির প্রতি তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন, রাষ্ট্রীয় শোক পালন করছেন। এই সময় অনেকেই রানির অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে জানতে মানুষের আগ্রহের শেষ নেই।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, রানির মৃত্যুতে গত শুক্রবার থেকে যুক্তরাজ্যে রাজকীয় শোক পালন শুরু হয়েছে, চলবে অন্ত্যেষ্টিক্রিয়ার পরে সাত দিন পর্যন্ত। তবে কবে রানির রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, তার তারিখ এখনো জানায়নি প্যালেস। সম্ভাব্য তারিখ পরে জানানো হবে। তবে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর আগে পরিবারের সদস্যরা রানির পাশে ছিলেন। আগামী কয়েক দিনের মধ্যে রানির মরদেহ সেখান থেকে স্কটল্যান্ডের এডিনবার্গের হলিরুডহাউস প্যালেসে আনা হবে।
রানির মরদেহ শোকযাত্রাসহকারে এডিনবার্গের সেইন্ট গিলস ক্যাথেড্রালে নেওয়া হবে। লন্ডনে নেওয়ার আগপর্যন্ত তাঁর মরদেহ সেখানেই রাখা হবে। তবে কবে ও কোন পথে রানির মরদেহ এডিনবার্গ থেকে লন্ডনে নেওয়া হবে, তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, রেল অথবা আকাশপথে মরদেহ লন্ডনে আনা হতে পারে।
রানির মৃত্যুর খবরের পর থেকেই লন্ডনের বাকিংহাম প্যালেসে রানিকে শ্রদ্ধা জানাতে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন।চলছে জাতীয় শোক। সব শেষে রানি রাজকীয় মর্যাদায় উনসরের সমাধি করা হবে।