| | |

মৃধা শো তৃতীয় বর্ষে পদার্পন


মোঃ রেজাউল করিম মৃধা।

এমএএইচ লন্ডন অনলাইন টিভির নিয়মিত অনুস্ঠান “মৃধা শো” দ্বিতীয় বর্ষ পূর্ন করে তৃতীয় বর্ষে পদার্পনে সকল দর্শক, অতিথি, শুভাকাংখী এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।

২০২০ সালের ২০শে জুন মৃধা শোর যাত্রা শুরু। শত ব্যাস্ততা, প্রতিকূলতার মাঝেও ধারাবাহিক ভাবে অনুস্ঠান চলছে।

আপনাদের সহযেগিতা, অনুপ্রেরন, উৎসাহ এবং ভালেবাসা নিয়েই এই পথ চলা। গত দুই বছরে ১২১ টি পর্বে অনুস্ঠান হয়েছে। প্রতিটি পর্বেই ছিলো ভিন্নতা।

সমসাময়ীক বিষয়, শিক্ষার্থীদের সাফল্য, কাউন্সিল কিম্বা পার্লামেন্টের নির্বাচনে বিজয়ীদের সাফল্য গাঁথা ইতিহাস কিম্বা সমাজের অসংগতি তুলে ধরে স্বচেতনতা বৃদ্ধি, যে কোন সামাজিক ইসু নিয়ে তুলে ধরা সেই সাথে সবসময় বাংলা সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার অদম্য চেস্টা নিয়েই প্রতিটি পর্ব উপস্থাপন করা হয়েছে।বিশেষ করে প্রতিটি মাসের গুরুত্ব নিয়ে ভিন্ন ধরনের প্রগ্রাম ।বাংলাদেশের জাতীয় দিন মহান ২১শে ফেব্রুয়ারি , মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং মাহে রমজান মাসে ইসলামের রোজা, নামাজ, হজ্জ্ব , জাকাতের এবং মানুষের মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে টক শো করা হয়েছে।

প্রথম বছর কোন সপ্তাহ গ্যাপ যায়নি এমনকি এক বছরের মধ্যে কোন অতিথি দুইবার নেওয়া হয়নি। এই ছিলো প্রথম বছরের অন্যতম বৈশিস্ট।

দ্বিতীয় বর্ষ অনেকটা নিয়মিত অনুস্ঠান হয়েছে।বিশেষ কারনে ২/১ পর্ব গ্যাপ হলেও নিয়মিত এবং ধারাবাহিক ভাবেই চলছে অনুস্ঠান।

আগামীতেও আপনাদের দোওয়া, সহযোগিতা এবং ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাবে।

মৃধা শোর

দ্বিতীয় বর্ষের অতিথি গনরা হলেন।

সাংবাদিক আ স ম মাসুম, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক জুয়েল রাজ, ব্যারিস্টার তারেক চৌধুরী,ব্যাবসায় ওয়াজিদ হাসান সেলিম BEM, শিল্পী সাজ্জ্বাত মিয়া , কমিউনিটি এ্যাক্টিভিস্ট শেখ দবির, সাংবাদিক কলানিস্ট সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন MBE, ব্যারিস্টার এবং কাউন্সিলার খালেদ সাইফুল্লাহ,ইউরো এশিয়া কারি এওয়ার্ড ফাউন্ডার শরীফ খান, BBCA জয়েন্ট সেক্রেটারি শাহীদুর রহমান, বাংলাদেশ থেকে শিল্পী তসলিম, আমেরিকার শিল্পী শফিকুল ইসলাম স্বপন, বাংলাদেশের শিল্পী পুলিশ অফিসার শিশির আহমেদ মুকুল, BBCA প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি শাহনুর খান, লেখক ব্যাবসায়ী আবুল কালাম আজাদ ছোটন, BBCA জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া,বাংলাদেশের শিল্পী ত্রীবেনী পান্না।

যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সহ সভাপতি হরমুজ আলি, এ লেভেলের এক্সিলেন্ট শিক্ষার্থী সৈয়দ শাফি, তাহমিদ চৌধুরী, অর্পিতা চৌধুরী, সৈয়দা তাহসিন, ব্যারিস্টার বিপ্লব পুদ্দার, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, গ্রীনিজ বুক বিজয়ী তবলা বিশরদ পন্ডিত সুদর্শন দাস, জিসিএসি কৃতি শিক্ষার্থী ট্রেসী মন্ডল, তাসনিম নাসিবা উদ্দিন, মিসকাত আহমেদ জুবায়ের, অনিসা মাজেদা ভূইয়া, বাংলাদেশের শিল্পী মোঃ সাইমন খান।

লন্ডন ট্রেনিং এর ডিরেক্টর আব্দুল হক হাবীব, হ্যামলেটস ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জামাল আহমেদ, ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েসনের আহ্বায়ক কাজী বাবর উদ্দিন আহমেদ, জেনারেল সেক্রেটারি মোঃ আবুল কালাম, ক্রিকেটার জুনায়েদ আহমেদ, বিবিসিসি এর প্রেসিডেন্ট সৈয়দ আবু সাঈদ আহমেদ, লন্ডনের সংগীত শিল্পী নাজমুন্নাহার খান তন্নী,বাংলাদেশের শিল্পী মামুন চৌধুরী।

ব্যারিস্টার নাজির আহমেদ, আসপাইয়ার পাটির চেয়ার সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মানিকগন্জের শিল্পী স্বপন আহমেদ, ইতালীয়ান এম্বাসির কমিতাস এর নির্বাচত সদস্য গোলাম মাওলা টিপু,ইসলামী সংগীত শিল্পী ওমর ফারুক।

ইতালী আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক গোলাম মোহাম্মদ কিবরিয়া, কে এম লোকমান হোসেন, মোহাম্মদ আবু সাঈদ, যুগলবন্ধি কাউন্সিলার সাঈদা চৌধুরী ও শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, কবি লেখক মিল্টন রহমান, বিজয়ফুল উজ্জাপক সিন্থিয়া আশরাফ, মুক্তিযাদ্ধা লোকমান হোসেন, কবি শেখ শামসুল ইসলাম।

সিনিয়র নিউজ প্রেসেন্টার সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন MBE, কমিউনিটি একিটিভিস্ট রীনা মোশারফ, মুক্তিযাদ্ধা সন্তান, আকবর হোসেন, মুক্তিযাদ্ধা সন্তান বাবুল হোসেন, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডঃ জাকিয়া রেজুয়ানা আনোয়ার।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ, কমিউনিটি একটিভিস্ট টিভি প্রেজেন্টার মুন কুরাইশী, বাংলাদেশের শিল্পী কৃতি রন্জন রায়, প্রপার্টি বিসনেস ম্যান সৈয়দ মমিন, ব্যারিস্টার রুম্মান আহমেদ, লেখক সাংবাদিক আব্দুল মনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আনোয়ার শাহজাহান।

প্রভাত ফেরীর আহ্বায়ক মোহাম্মদ এ রউফ, ছড়াকার দিলু নাসের, বাংলাদেশ ওয়েল ফেয়ারের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, প্রফেসর মাসুদ আহমেদ, মাওলানা নাসির উদ্দিন, মুক্তিযাদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযাদ্ধা আজহারুল আলিম কাশেম, বার্মিংহ্যাম মুক্তিযাদ্ধা মোঃ আব্দুল হামিদ, সাবেক সচিব জেলা প্রশাসক মিজানুর রহমান, বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাবউদ্দিন আহমেদ, আবৃত্তি সংগঠক মনিরা পারভিন, আবৃত্তিকার সংগীত শিল্পী শতরুপা।

বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক,আল কোরয়ান একাডেমির প্রতিস্ঠাতা চেয়ারম্যান হাফিজ মাওলানা মনির উদ্দিন, শিল্পী কাজী কল্পনা, সত্যানীর সম্পাদক সাংবাদিক সৈয়দ আনাস পাশা, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বার্কিং এ্যান্ড ডেগেনহ্যাম এর মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেন এর মেয়র নাসিম আলি OBE, শিল্পী দেলোয়ার হোসেন হিরা, নৃত্য শিল্পী মোহাম্মদ দীপ, বাংলাদেশের শিল্পী সিদ্দিকুর রহমান, বিসিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম OBE. মাওলানা খতিব ইসলামী চিন্তাবিদ আব্দুল কাদির সালেহ, চার্টার্ড একাউন্টেন্ট মুহিদ উদ্দিন এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পী মহুয়া লিপি।

এই দীর্ঘ পথচলায় আইনজীবি আব্দুল হামিদ টিপু, সাংবাদিক জাকির হোসন কয়েস সহ যারা সহযোগিতা করছেন সবার কাছে কৃতজ্ঞতা।আপনাদের সকলের সহযোগিতায় মৃধা শো সামনে এগিয়ে যাবে বহু দূর।


Similar Posts