৫ই মে স্থানীয় কাউন্সিল নির্বচনে কন্জার্ভেটিভ পার্টির ভরাডুবি, রাজধানী লেবার পার্টির দখলে।
মোঃ রেজাউল করিম মৃধা।
গতকাল সমগ্র বৃটেন জুড়েই উৎসব মূখর পরিবেশে সকাল ৭.০০টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত ভোট গ্রহন হয়েছে। রাত ১০.০০টার থেকে প্রতিটি কাউন্সিলের নির্দিষ্ট স্থানে ভোট গননা কেন্দ্র ভোট গননা চলছে।
মোট ৪৩৫০টি সিটের মধ্যে ইংল্যান্ডের ১৪৬ টি কাউন্সিলের মধ্যে ভোট গননা চলছে এবং কিছু কিছু কেন্দ্রের বা কাউন্সিলের ভোট গননা শেষে রাতে কিম্বা ভোরে ফলাফল ঘোষনা করা হয়েছে।
ইংল্যান্ডের ১৪৬টি কাউন্সিলের মধ্যে ৬৭টির ফলাফলে দেখা যাচ্ছে ইংল্যান্ডের বর্তমান সরকারি দল কন্জারভেটিভ দলের ভরাডুবি হয়েছে। এবং সেখানে লেবার দল অনেক এগিয়ে। এই পর্যন্ত ফলাফলে ইংল্যান্ডের রাজধানী লন্ডন এখন লেবার পার্টি গত নির্বাচনের তুলনায় অনেক বেশী সিট বা বেশী আসনে কাউন্সিলার নির্বাচত হয়েছে। বিশ্লেষকগণদের মতে লন্ডন এখন লেবার পার্টির দখলে।
এপর্যন্ত ফলাফলে লন্ডনে ১০৭৯ সিট পেয়েছে লেবার পার্টি অপর দিকে টরি বা কন্জার্ভেটিভ দল পেয়েছে মাত্র ৪৫৭ সিট।এছাড়া অন্যান্য পার্টিও গত নির্বাচনের চেয়ে ভালো ফলাফল করছে। ইতিমধ্যে সাউথহ্যামটন, ব্রান্ট এবং ওয়েস্টমিনিস্টার সহ বিভিন্ন কাউন্সিলে বেশীরভাগ সিট নিয়ে রাজধানী দখলে নিয়েছে লেবার পার্টি।