| |

রিটেনে ডাক টিকিটের দাম বাড়লো আকাশ ছোঁয়া।


মোঃ রেজাউল করিম মৃধা।

ব্রিটেনের ডাক বিভাগ বা পোস্ট অফিসের সার্ভিস সবার সমাদ্রীত। বিশেষ করে রয়েল মেইল সার্ভিস সবচেয়ে ভালো।যে কোন পরিস্থিতির মধ্যেও সার্ভিস চালিয়ে যাওয়ার বিশ্বস্থতা অর্জন করে যাচ্ছে।

১লা এপ্রিল থেকে ব্রিটনের বিল সহ প্রতিটি জিনিসের দাম বাড়বে শতকরা ১২% পার্সেন্ট। এর মধ্যে রয়েল মেইলের ডাক টিকিটের দাম বিশেষ করে।

১/ ফাস্ট ক্লাসের জন্য ১০ পেনি থেকে এক লাফে ৯৫ পেনি।

২/ সেকেন্ড ক্লাস ২ পেনি থেকে ৬৮ পেনি।

আগামী ৪ঠা এপ্রিল থেকে এই দাম কার্যকর হবে।

রয়েল মেইল এর চীফ কমার্শীয়াল অফিসার নিক ল্যান্ডন বলেন,”করোনাভাইরাস মহামারির কারনে লোকবল বা শ্রমিক সংকট , অর্থনৈতিক সংকট সব কিছু ভ্যালেন্স করতেই ডাক টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে,”।


Similar Posts