| |

জিএসসি সাউথ ইস্ট রিজিওয়নের নির্বাচন সম্পন্ন
জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন।


ব্রিটেনের অন্যতম বৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ইস্ট রিজিওয়নের বিজিএম ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নব নির্বাচিত কমিটি সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে কমিউনিটির দাবী দাওয়া আদায়ে সংক্রিয় ভ’মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

২৭ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত বিজিএম এর প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারপার্সন মো: ইছবাহ উদ্দিন। জেনারেল সেক্রেটারী ফজলুল করিমের পরিচালনায় ট্রেজারারের রিপোর্ট পেশ করেন সুফি সুহেল আহমদ। এতে সর্ব সম্মতিক্রমে জেনারেল সেক্রেটারী ও ট্রেজারের রিপোর্ট গৃহিত হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় নির্বাচন। অন্য কোন প্যানেল না থাকায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার সদরুজ্জামান খান, কমিশনার ব্যারিস্টার আবুল কালাম, পারভেজ খুরেশি।

এতে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন কমিউনিটি নেতা এম এ আজিজ, জেনারেল সেক্রেটারী ও ট্রেজারের পদে পূর্ণ নির্বাচিত হয়েছেন ফজলুল করিম চৌধুরী ও সুফি সুহেল আহমদ।

এদিকে কমিউনিটির জন্য কাজ করায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেন স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, মেয়র জন বিগস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, পেট্রন ডক্টর হাসনাত এম হোসেন ও কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় সেক্রেটারী খসরু খান, কেন্দ্রীয় সহ সভাপতি মির্জা আসহাব বেগসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


Similar Posts