| |

লন্ডন ক্রিকেট লীগের ৫ম বার্ষিক গালা ডিনার ,২০২০ ও ২০২১ সালের অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট এবং লীগ বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরন সম্পন্ন।


মোঃ রেজাউল করিম মৃধা।

গত ২৩ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি স্কুলের হল রুমে লন্ডন ক্রিকেট লীগের ৫ম বার্ষিক গালা ডিনার ,২০২০ ও ২০২১ সালের অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট এবং লীগ বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরন সম্পন্ন হয়। আয়োজিত অনুষ্ঠানে বিগত বছরগুলের সেরা ব্যাটস ম্যান, বলারসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরাদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থে চেক তুলে দেয়া হয়।

টিভি প্রেজেন্টোর ফারহান মাসুদ খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন লন্ডন ক্রিকেট লীগের সভাপতি আবু সুফিয়ান জিলাম। উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা।

অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি সংগঠনের প্রধান পৃষ্টপোষক ড. জাকির খান, প্রধান উপদেস্টা মোস্তাক বাবুল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনুজ্জামান, বিবিসিআইএর প্রধান উপদেস্টা শাহগির বখত ফারুক, জিএলএ মেম্বার উন্মেশ দেশাই, লন্ডন টি একেঞ্জের শেখ আলিউর রহমান, ক্যাপিটাল কিটস এর সিইও শহীদুল আলম রতন, ব্যবসায়ী তোফাজ্জল আলমসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয় লন্ডন ক্রিকেট লীগে প্রায় ৯০০ জন ক্রিকেটার অংশ নিয়ে থাকেন। বক্তারা আশা করছেন অদূর ভবিষ্যতে এই টুর্নামেন্ট থেকেই ব্রিটিশ বাংলাদেশীরা ইংল্যান্ডের মূল দলে স্থান পাবে।


Similar Posts