| |

“ভয়েস ফর নিউহ্যাম” নতুন কমিটির পরিচিতি সভা এবং বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের ৫০ বছর পূর্তি উৎপযাপন অনুস্ঠিত।


মোঃ রেজাউল করিম মৃধা।

যুক্তরাজ্যের বাঙালী অধ্যুষিত নিউহ্যাম কাউন্সিলের সামাজিক সংগঠন, ভয়েস ফর নিউহ্যাম এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের ৫০ বছর পূর্তি ও সংগঠনের নতুন কমিটির পরিচিতি উপলক্ষ্যে এক ঝাকজমক পূর্ণ অনুষ্ঠান পালন করা হয়েছে।

বৃহস্পতিবার পূর্ব-লন্ডনের ইম্প্রেশন বেঙ্কুইটিং হলে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি পারভেজ কোরেশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন আনসারের যৌথ পরিচালনায় সভা অনুস্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি স্টিফেন স্টিমস,লন্ডন এসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আহবাব হুসেইন, কাউন্সিলর আয়েশা চৌধুরসহ ব্রিটিশ বাঙালী কমিউনিটির বিশিষ্টজনেরা।

এসময় ভয়েস ফর নিউহ্যামের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সদ্য বিদায়ী সভাপতি আশিকুর রহমান আশিক।সভায় কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় পারভেজ কুরেশী ও কাজী আরিফকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুক্তিযুদ্বে আত্মত্যাগীদের রুহের মাগফেরাত কামনা কর দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।পরিশেষে ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও রাতের খাবার পরিবেশনা।


Similar Posts