| |

ইংল্যান্ডে যাত্রীদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে।
পিসিআর টেস্ট এবং আইসোলেশন বাধ্যতামূলেক নয়।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ মাহামারির নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্ত প্রতিদিনই বাড়ছে। সেই তুলনায় মৃত্যুর সংখ্যা কম থাকায় সরকার ভ্রমন যাত্রীদের জন্য পিসিআর টেস্ট এবং সেইল্ফ আইসোলেশনের নিয়ম শিথিল করেছে। এখন থেকে পিসিআর টেস্ট এবং সেল্ফ আইসোলেশন বাধ্যতামূলেক নয়।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,”শুক্রবার সকাল ৪টা থেকে ইংল্যান্ডে,প্রি-ডিপারচার পরীক্ষা পিসিআর টেস্ট বাতিল করা হবে যা অনেক বিদেশে আটকে পড়ার ভয়ে এবং উল্লেখযোগ্য অতিরিক্ত খরচের জন্য ভ্রমণ করতে নিরুৎসাহিত করে।তাদের জন্য একটি ইতিবাচক প্রভাব পরবে।

নেতিবাচক পিসিআর না পাওয়া পর্যন্ত আগমনের সময় স্ব-বিচ্ছিন্ন হওয়ার প্রয়োজনীয়তাও তুলে নেওয়া হবে। গত বছরের অক্টোবরে আমাদের যে সিস্টেমটি ছিল সেখানে ফিরে আসব যেখানে ইংল্যান্ডে আগতদের শেষের পরে একটি পার্শ্বীয় প্রবাহ পরীক্ষা করতে হবে। দ্বিতীয় দিন এবং পজিটিভ হলে আরও পিসিআর পরীক্ষা করতে হতো। এখন সেই নিয়ম আর থাকবেনা।

কভিড টেস্ট নেগেটিভ হলেই তিনি অনায়াসে যাতায়াত করতে পারবেন। বাহিরের দেশ থেকে এসেও সেল্ফ আইসোলেশন বাধ্যতামূলেক থাকছে না। তবে কভিড পজেটিভ হলে অবশ্যই সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।কভিড নেগেটিভ হলে পিসিআর টেস্ট এবং সেল্ফ আইসোলেশন লাগবে না।আগামী কাল শুক্রবার ভোর থেকে এই নিয়ম কার্যকর হবে।

সরকারের দেওয়া প্লান বি সবাইকে মেনে চলতে হবে।সম্ভব হলে ঘরে থাকুন । বাহিরে বের হলে মুখে মাক্স পড়ুন। নিজে সতর্ক থাকুন অপরকে সুস্থ্য রাখতে সহযোগিতা করুন।


Similar Posts