বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন, ইউকে এবং বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী এ তাঁর সফরসঙ্গীগনদের সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত।

মো: রেজাউল করিম মৃধা।
গত ২রা ডিসেম্বর ২০২১ সন্ধ্যে সাড়ে ৬টায়, লন্ডন ই১-এ অবস্থিত লন্ডন ইস্ট অ্যাকাডেমিতে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ), সংগঠনটির সদসবৃন্দের সঙ্গে বিলেতে সফররত বাংলাদেশের শিক্ষাবিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে একটি মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছিলো।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিটিএ-র সভাপতি আবু হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সিরাজুল বাসিদ চৌধুরী ।
প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তাঁর সফরসঙ্গী অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দসহ অন্যান্যদের স্বাগত জানানো হয়।সেই সঙ্গে প্রধান অতিথিকে সংগঠনের তরফে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান রেহানা রহমান, রুবী হক, সাঈদা চৌধুরী, সেলিনা রহমান ও মিসবাহ আহমেদ। সভার শুরুতে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের কথা স্মরণ করা হয়।
উপমন্ত্রীর নেতৃত্বে উর্ধতন কর্মকর্তাগনের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল বৃটেনে কোভিড-১৯-উত্তর, কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়া ও তাদের উপর নেমে আসা অন্যান্য নেতিবাচক প্রভাব মোকাবিলা করা এবং এ থেকে উত্তরণে স্কুল ব্যবস্থাপনায় কি কি ধরণের সর্বোত্তম পন্থা অবলম্বন করা হচ্ছে, তা সরেজমিনে অবলোকন করা ও সে সম্বন্ধে সম্যক ধারণা নেওয়ার নিমিত্তে দেশটিতে স্বল্পদিনের সফরে রয়েছে।
এ সময়ে তাঁরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সফর করবেন। বিটিএ-র পক্ষ হতে কোভিডকালীন ও কোভিড পরবর্তী অভিজ্ঞতা এবং এর অশুভ থাবায় সৃষ্ট জটিলতা ও নানাবিধ সমস্যাগুলো কিভাবে মোকবেলা করা হচ্ছে আর সেগুলো নিরসনে সর্বোৎকৃষ্ট কি কি উপায় অবলম্বন করা হচ্ছে, সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
লন্ডন ইষ্ট অ্যাকাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী, হেড টিচার জারাহ্ আহমেদ, হেড টিচার মেহেরুন আহমেদ, স্বীয় স্কুলে বিশেষ দায়িত্বরত শিক্ষকগণের মধ্যে মোশতাক চৌধুরী, ডক্টর রোয়াব উদ্দীন ও মুনজেরিন রশীদ।
প্রধান অতিথি মহিবুল হাসান এমপি তাঁর বক্তৃতায়, বিটিএর আয়োজনে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আলোচকদের কথাগুলো গভীর মনোযোগের সাথে শ্রবণ করেন এবং শিক্ষকদের অভিজ্ঞতা ও বর্ণনাগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন।
তিনি বৃটেনের শিক্ষাক্ষেত্রে বাঙালী প্রেক্টিশনারদের কাজের প্রশংসা করেন এবং তাঁদের কাজ ও নিয়মিত প্রশিক্ষনের অভিজ্ঞতাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সরাসরি কাজে লাগানোর ব্যবস্থা গ্রহনের সম্ভাবনার ইঙ্গিত দেন। বদান্যতার জন্য বিটিএর উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সভায় মতবিনিময়ে বক্তব্য রাখেন বিটিএর সদস্য ইমতিয়াজ আহমেদ, জামাল চৌধুরী, মিসবাহ আহমেদ, মঞ্জুর রেজা চৌধুরী, এ কে এম এহিয়া, রেহানা রহমান, আনহারুজ্জামান চৌধুরী, মুমিতুর রেজা চৌধুরী ও মাসুদ আহমেদ বাংলাদেশে স্কুল-শিক্ষায় কাজে লাগতো পারে এমন, তাঁদের অভিজ্ঞতাপ্রসূত বিভিন্ন পরামর্শের কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, মো: হাসানুল ইসলাম, নাসরিন আফরোজ, মো: মাহবুব হোসেন, দেলোয়ার হোসেন, মো: শাহগীর আলম, এ কিউ এম শফিউল আলম, তানিম তাসনিম, কাজী শাহজাহান ও এ এন এম তারিকুল ইসলাম। সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এই আয়োজনে সমাপ্তি টানেন।