| |

স্কটল্যান্ডে ৬ জন ওমিক্রন নতুন করোনাভাইরাসে আক্রান্ত।


মো: রেজাউল করিম মৃধা।

স্কটল্যান্ডে ৬ জন ওমিক্রন নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ইংল্যান্ডে আরো তিনজন সনাক্ত হয়েছে। ব্রিটেনে মোট ৯ জন নতুন ভয়াবহ ওমিক্রন ভাইরাসে আক্রান্ত। আতংকিত সমগ্র বিশ্ব।

স্কটিশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে,” ৪ জন ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া গেছে। ৪ জন লানার্কশায়ার দুইজন গ্রেটার গ্লাসগো এবং ক্ল্যাড এলাকায় সনাক্ত হয়েছে।

স্কটিশ হেল্থ সেক্রেটারি হামজা ইউসুফ বলেন,” আমাদের জন্য সত্যি দূ:সংবাদ কেননা মরণঘাতি ওমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত ৬ জন রোগী সনাক্ত হয়েছে।এই শক্তিশালী ভাইরাসটি দক্ষিন আফ্রিকা থেকে উৎপত্তি হলেও এখন অস্ট্রেলিয়া, জার্মান, ইজর্রাইল, হংকং এবং ব্রিটেনেও ছড়িয়ে পরেছে। ভ্রমন করতে হলে যাত্রীদের অবশ্যই PCR টেস্ট লাগবে,”।

এরই মধ্যে মরণঘাতি ভাইরাস থেকে রক্ষার জন্য ব্রিটেন শতর্কতা অবলম্বন করে। ৬টি দেশকে লাল তালিক ভুক্ত করা হয়েছে কিন্তু তার পর ও চেমসফোর্ট এবং নটিংহাম এ ২ জন এবং সেন্ট্রাল লন্ডনে ১ জনের শরীরে নতুন ভাইরাস ওমিক্রন পাওয়া গেছে।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,” যুক্তরাজ্যে ৩ ব্যক্তি নতুন কোভিড ভেরিয়েন্ট ওমিক্রন দ্বারা সংক্রামিত হয়েছে বলে জানা গেছে।ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি চেমসফোর্ড , নটিংহাম এবং সেন্ট্রাল লন্ডনে নতুন ভ্যারিয়েন্ট কেস সনাক্ত করেছে । পরীক্ষা এবং যোগাযোগের সন্ধান পায় যায়। সেই ব্যক্তিরা তাদের পরিবারের পাশাপাশি সেলফ আইসোলেশনে রয়েছেন,”।

ওমিক্রন ভাইরাস থেকে রক্ষার জন্য মংগলবার থেকে দোকানে, মার্কেটে, পাবলিক ট্রাসপোর্টে এমন কি স্কুলেও মাক্স বাধ্যতামূলেক হচ্ছে।


Similar Posts