লন্ডনে উবারে ভাড়া বৃদ্ধি।
যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ।

মো: রেজাউল করিম মৃধা।
কারো জন্য পৌষমাস, কারো সর্বনাশ।লন্ডনের উবারে ভাড়া বৃদ্ধির ফলে উবার চালকদের জন্য সুখবর হলেও যাত্রী বা কাস্টমার্দের দু:সংবাদ গুনতে হবে অতিরিক্ত ভাড়া।
বৃহস্পতিবার থেকে বৃহত্তর লন্ডন অঞ্চলে উবারের ভাড়া ১০ শতাংশ বাড়ছে। পিক টাইমে এয়ারপোর্ট ট্রিপের ভাড়াও ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথমবার উবারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলো উবার কর্তৃপক্ষ।
উবার থেকে মুখ ফিরিয়ে নেয়া ক্যাব ড্রাইভারদের ফিরিয়ে আনতে এবং যাত্রীদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার থেকে ভাড়া বৃদ্ধির এই খবর ড্রাইভারদের অবহিত করা হয়েছে।উবারের ভাড়া ঢালাওভাবে বৃদ্ধির ফলে লন্ডনের বাসিন্দাদের বাড়তি ভাড়া গুনতে হবে; এমনকি দিনের বেলা অফ-পিক সময়ের যাতায়াতেও বেশী ভাড়া গুনতে হবে লন্ডনারদের। নতুন সিদ্ধান্তের ফলে লন্ডনে উবারের সর্বনিম্ন ভাড়া ৫ পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে ৫.৫০পাউন্ড হবে।
উবারের সেবা গ্রহণকারীরা হিথরো কিংবা গেটউইক যেতে হলে ১০ শতাংশের উপর আরও ১৫ শতাংশ বেশী ভাড়া দেবেন। লকডাউনের বিধিনিষেধ উঠে যাওয়ার পর উবারের চাহিদা বেড়ে যায় কিন্তু একই হারে উবার ড্রাইভারের সংখ্যা বাড়েনি। লকডাউন প্রত্যাহারের পর হাজার হাজার উবার ড্রাইভার উবারের অ্যাপে আর যোগ দেননি। কারণ লকডাউনের সময়ে যাত্রী কমে গিয়ে উপার্জন কমে যাওয়ায় তারা অন্য চাকুরিতে চলে যান। যারা তারপরও উবার এর কাজ অব্যাহত রাখেন, তারা উবারের কম মজুরি এবং কমিশন বেশী কেটেঁ নেয়ার অভিযোগে আন্দোলনও করেন। (সিঙ্ক)
অ্যাপ ভিত্তিক আরও ক্যাব সার্ভিস আছে। ড্রাইভাররা অধিক উপার্জনের আশায় অনেক সময় উবার ছেড়ে বোলট এ চলে যান। এটি করতে গিয়ে অনেক ড্রাইভার ত্রিল কেন্সেল করেন। এর ফলে উবার কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে।
ভাড়া বৃদ্ধির নতুন ঘোষণা দিয়ে উবার আশা করছে মুখ ফিরিয়ে নেয়া ক্যাব ড্রাইভাররা আবার ফিরে আসবে। দ্রুত যাত্রী সেবা দেয়ার লক্ষ্যে নতুন ২০ হাজার ড্রাইভারকে উবারের সাথে যুক্ত করার পরিকল্পনাও প্রকাশ করেছে উবার।
এই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির ফলে উবার ড্রাইভার এবং উবার কম্পানী লাভবান হলেও অতিরিক্ত অর্থ গুনতে হবে যাত্রীদের।