নিউহ্যাম থেকে নিঁখোজ কিশোরী হাফিজা বাড়ীতে নিরাপদে ফিরেছে।
মো: রেজাউল করিম মৃধা।
নিউহ্যাম থেকে নিঁখোজ কিশোরী হাফিজা বাড়ীতে নিরাপদে ফিরেছে। গতকাল রাত ১১.৩০ এর দিকে তাদের পরিবার থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তারা একটি হোয়াটসআপ ম্যাসেজে বলেছেন, আলহামদুলিল্লাহ হাফিজা নিরাপদে বাড়ি ফিরেছে। এই মূহুর্তে এর চেয়ে বেশী কিছু বলার সুযোগ নেই।
এরআগে ৭ অক্টোবর বৃহস্পতিবার হাফিজা স্ট্রাটফোর্ডে স্কুল থেকে আর বাসায় ফেরেনি। গত ৬ দিন গভীর উৎকন্ঠা নিয়ে পরিবার তার ফেরার অপেক্ষার পর গত রাতে নিরাপদে বাসায় ফিরছে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
হাফিজাকে স্কুলের সিসিটিভি ক্যামেরায় সর্বশেষ স্কুল ছুটির পর দেখা গেছে ছবির কালো কোট পড়া, মুখে সাধারণ সার্জিক্যাল মাস্ক পড়া ছিলো, সেই সাথে ছিলো লম্বা ছাতা, তার স্কুলের ব্যাগ ছিলো কাঁধে । আর হাতে ছিলো সুপার মার্কেটের পলিথিন ব্যাগ।
হাফিজার ক্লাস টিচার এ স্কুল নিশ্চিত করেছে, সে পুরো দিনই ক্লাসে উপস্থিত ছিলো। স্বাভাবিক ভাবে সে স্কুল শেষ করে বের হয়। এরপর তাকে ৫ দিন খুঁজে পাওয়া যায় নাই।
৬ দিন পর লন্ডনে নিঁখোজ স্কুল ছাত্রী হাফিজাকে পাওয়া গেছে বলে হাফিজার বড় বোন নিশ্চত করেছেন।
এই খবর আরও নিশ্চিত করেছেন হাফিজার পারিবারিক আত্মীয় কমিউনিটি নেতা ড.সামসুল হক।