| |

২০৩০ সালের মধ্যে ব্রিটেনে ১০ জনে ১ জন ডায়বেটিসে আক্রান্ত হবে।


মো: রেজাউল করিম মৃধা।

করোনাভাইরাস মহামারি , লকডাউন, ঘরবন্ধি মানুষ শরারিক এক্সারসাইজ না করায় দিন দিন ওবিসিটির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ইংল্যান্ডের মানুষ।

এনালাইসিস বাই ডায়বেটিস ইউকের তথ্য মতে ৫.৫ মানুষ ডায়বেটিস নিয়েই জীবন সংগ্রাম করে বেঁচে আছেন।৪৭,০০০ রোগী হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। ৪.১ মিলিয়ন মানুষ টাইপ ১ ডায়বেটিস এবং টাইপ ২ সংখ্যা আরো অধিক হবে।

পাবলিক হেল্থ ইংল্যান্ড এবং এসোসিয়েশন অফ পাবলিক হেল্থ ওবিসিটির জরিপে দেখা গেছে ১৭ মিলিয়ন মানুষ টাইপ ১ এবং টাইপ ২ দুই ধরনের ডায়বেটিস রোগে আক্রান্ত হচ্ছেন।

এনএইচএস এর পক্ষ থেকে বলা হচ্ছে,” পারিবারিক সূত্র থেকে ডায়বেটিস হওয়ার একটি ঝুঁকি থেকেই যায়। ডায়বেটিস সব সময় চেক করে চলতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন , ইনসুলিন নেওয়া এবং নিয়মিত ব্যায়াম অতি জরুরী। খাদ্যাভাসে অবশ্যই পরিবর্তন আনতে হবে,”।

গবেষনায় নিয়ে দি চ্যারিটিস এর চীফ এক্সিকিউটিভ ক্রীস আসকিউ বলেন,” শতকরা ২৭% পুরুষ এবং শতকরা ২৯% মহিলাই ডায়বেটিসে আক্রান্ত। সবাইকে স্বচেতনতা অবলম্বন করতে হবে। নিজের শরীরের প্রতি নিজেকেই গুরুত্ব দিতে হবে। তা না হলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরো বেড়ে যাবে।২০৩০ সালে ব্রিটেনে ডায়বেটিস প্রতি ১০ জনের মধ্যে ১ জন হবেন,”।

সূত্র:- দ গার্ডিয়ান।


Similar Posts