| |

ইংল্যান্ডের ১০% ঔষধ অহেতুক সেবন করা এবং ইউজ লেজ হচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা।

পাবলিক হেল্থ অফ ইংল্যান্ড এর জরিপে উঠে এসেছে। ইংল্যান্ডে প্রতি বছর শতকরা ১০% পার্সেন্ট ঔষধ বিনা প্রয়োজনে বা অহেতুক সেবন করা হয়। ফ্যানিলি ডাক্তার বা জিপি এবং ফার্মাসি গুলি বিনা প্রয়োজনে এই ১০% পার্সেন্ট ঔষধ দিয়ে থাকেন।এক কথায় শতকরা ১০% ঔষধ ইউস লেস।

ইংল্যান্ডের চীফ ফার্মাসিটিক্যাল অফিসার ডা: ক্যাথ বিডজ বলেন,” সামান্য সর্দি কাঁশি কিম্বা সামান্য ব্যাথা বা খারাপ লাগলেই ঔষধ দেওয়া হয়। সেই ঔষধ গুলি ২/৩ ব্যাবহার করে বাকী গুলি আর ব্যাবহার বা সেবন করা হয় না। এছাড়া শরীর চর্চা বা অন্যান্য এ্যাক্টিভিটিজ এর মাধ্যমে যে সব রোগ নিরাময় করা সম্ভব কিন্তু সেখানে ডাক্তাররা ঔষধ দিয়ে থাকে এই কারনে ঔষধ গুলি অপচয় হচ্ছে,”।

২০১৮ সালে একটি জরিপে দেখা গেছে ১১০ মিলিয়ন প্যাসেন্ট সামান্য প্রয়োজন বা অহেতুক ঔষধ সেবন করে থাকেন। সেই সাথে শতকরা ১৫% রোগী প্রতিদিন ৫/৬ করে ঔষধ সেবন বা খেয়ে থাকেন এবং শতকরা ৭% রোগী ৮টি পর্যন্ত ঔষধ সেবন করে থাকেন।

ইংল্যান্ডে ২০১০/১১ সালে £১৩ বিলিয়ন পাউন্ড এবং ২০১৭/১৮ সালে £১৮.২ বিলিয়ন পাউন্ডের ঔষধ অহেতুক বা বিনা প্রয়োজনে দেওয়া হয়েছে। এই অর্থ হচ্ছে ট্যাক্স পেয়ারের অর্থ।কিন্তু জনসাধারনকে ফ্রি ঔষধ দেওয়া হলেও এই অর্থ জনসাধারনের ট্যাক্স পেয়ারের যা সরকারের কোষাগার থেকে খরচ হচ্ছে।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,” ঔষধ সেবনের ক্ষেত্রে ডাক্তার , ফার্মেসি এবং রোগী সবাইকে আরো স্বচেতন হতে হবে।ঔষধ যেমন রোগ সারাতে সাহায্য করে ঠিক তেমনি অতিরিক্ত ঔষধ খেলে মারাক্তক ক্ষতির সম্মুখীন হতে পারে তাই সবাইকে আরো স্বচেতন এবং দায়িত্ববান হতে হবে,”।


Similar Posts