| |

বৃটেনে খাদ্য দ্রব্যের দাম বেড়েছে ৩.২/% পার্সেন্ট।


মো: রেজাউল করিম মৃধা।

১৯৯৭ সালের পর ২০২১ সালের আগস্ট মাসে বৃটেনে খাদ্য দ্রব্যের দাম সর্বোচ্চ হারে বেড়েছে।শতকরা .% পার্সেন্ট বৃদ্ধি সর্বকালের রেকর্ড ভংগ করছে।

দি অফিস ফর স্টাটিজ ONS ধারনা ছিলো কভিড-১৯ মহামারি এবং ব্রেক্সিট্র কারনে খাদ্য দ্রব্যের দাম শতকরা ২% পারসেন্ট পাড়তে পারে সেখানে সকল রেকর্ড ভংগ করে দাম বেডেছে শতকরা ৩.২% পারসেন্ট।

ONS এর ডেপুটি ডিরেক্টর জনাথন অথোই বলেন,” করোনাভাইরাস মহামারির কারনে অনেক কাস্টমার পেনিক বাইং করে খাদ্য দ্রব্য মজুত করা, বর্তমানে ব্রেক্সিটের কারনে লরি ড্রাইভারের সংকটে খাদ্য দ্রব্য আমদানী রপ্তানীতে চেন ঘাটতি হওয়ায় খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি হয়েছে”।

ইউকের সিনিয়র ইকোনোমিকস্ট এ্যান্ড ক্যাপিটাল ইকোনোমিকস্ট রুথ গ্রেগরি বলেন,” আমাদের ধারনা ছিলো মহামারির পর খাদ্য দ্রব্যের সংকট হবে দাম বৃদ্ধি হবে তবে সেই জাম্পিংটা অনেক বেশী হয়েছে। ধারনার চেয়ে অনেক বেশী দাম বেড়েছে”।

KPMG UK চীফ ইকোনোমিস্ট ইয়াল সেলভিন বলেন,” ব্যাংক অফ ইংল্যান্ড সম্পূর্ন ভাবে ব্যার্থতার পরিচয় দিয়েছে। এই মহামারি এবং ব্রেক্সিট পরবর্তী তাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করতে পারে নাই। তাদের ব্যার্থতার কারনে খাদ্য দ্রব্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে,”।

বৃটিশ ট্রেজারি শেডো সেক্রেটারি ব্রিজড ফিলিপসন বলেন,” খাদ্য দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে সাধারন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি বেশী সমস্যায় পরবে। এদের ইউনিভার্সেল ক্রেডিড কাট না করে বরং বৃদ্ধি করার হোক এতে সাধারন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি উপকৃত হবে,”।


Similar Posts