| |

ব্রিটেনে জিপি সটেজ, চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশংকা।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে জিপি এবং ডাক্তার সটেজ বা কম হওয়াতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশংকা করছে দি রয়েল কলেজ এফ জিপি।

দি রয়েল কলেজ অফ জিপির চেয়ার- মার্টন মার্শাল বলেন,” ব্রিটেনে শতকরা ৪.৫% ডাক্তার প্রয়োজনের তুলনায় কম রয়েছে। এই কম সংখ্যক ডাক্তার দিয়েও করোনাভাইরাস মহামারিতে সেবা দিয়ে চাচ্ছেন। একজন জিপি বা সাধারন ফ্যামিলি ডাক্তার ১১ থেকে ১২ ঘন্টা ডিউটি করে সে সময়ের মধ্যে ৫০ থেকে ৬০ জন রুগীর সেবা দিয়ে থাকে। অনেক সময় বেশী সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার ক্লান্ত হয়ে পরেন। করোনা মহামারিতে করোনার রুগীদের সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার নিজের জীবন উৎসর্গ করেছেন,”।

২০১৫ সালে সরকার পরিকল্পনা গ্রহন করেছিলো প্রতিবছর ৫০০০ ডাক্তার নিয়োগ দিবে। কিন্তু ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত মাত্র ১,৩০৭ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খানেই বিশাল গ্যাফ সৃস্টি হয়েছে।২০১৯ সালের তৎকালীন হেল্থ সেক্রেটাকি ম্যাথ হেনকক বলেছিলেন,”২০২৫ সালের মধ্যে প্রতিবছর ৬০০০ করে ডাক্তার নিয়োগ বা পাশ করে নতুন ডাক্তার হবে সেক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে সরকার।

দি ওয়াল্ড হেল্থ অরগানাইজেশন (WHO) স্টাটিজ অনুযায়ী ২০১৯ সালে ব্রিটেনে ২.৮ জন ডাক্তার ১০০০ রুগীর সেবা দিয়ে আসছে।

১০ টি ক্যাটাগরিতে ব্রিটেনের ডাক্তাররা সেবা দিয়ে আসছে। একজন জিপি বা ডাক্তার বৎসরে £৬৫,৬৯২ পাউন্ড অভিজ্ঞ ডাক্তার বা সার্জনদের বেতন বৎসরে £৮৮,৭৪৪ পাউন্ড বেতন পেয়ে থাকেন।

ডাক্তার বা জিপি মানব সেবা এবং চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এ সেবা দিতে গিয়ে এই করোনাভাইরাস মহামারিতে কখনোই পিছু পা হন নাই।মহান সেবা দিতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়েছেন।

ব্রিটেনে হাসপাতাল,এনএইচএস এবং চিকিৎসা সেবায় এই করোনাভাইরাস মহামারি ডাক্তাররা সেবাদানে এক নজির বিহীন ইতিহাস সৃস্টি করেছেন।কিন্তু আসলে রয়েছে ডাক্তার সটেজ বা সংখ্যার তুলনায় অনেক কম এই কম সংখ্যা পূর্ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

প্রতিবছরই কমপক্ষে ৫০০০ ডাক্তার নিয়োগ দেওয়া প্রয়োজন। সেই প্রয়োজন পূর্ণ করতে ব্রিটেনের কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পাশ করে নতুন ডাক্তা হয়ে বেডিয়ে আসা অথবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাশ করা ডাক্তারদের ব্রিটেনে আসার পথ সহজ করা।

সূত্র:- বিবিসি।


Similar Posts