ইংল্যান্ডে ভ্যাকসিন পাসপোর্ট এর কাজ শুরু, নাইটক্লাবে বাধ্যতামূলেক।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারির থেকে সুরক্ষার জন্য যাদের ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া আছে তাদের ভ্যাকসিন পাসপোর্ট দেওয়া কার্যক্রম শুরু হয়েছে গত ১৯শে জুলাই থেকে। এর ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাইটক্লাব সহ ইন্ডোর বড় গ্যাদারিং এ ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলেক করা হচ্ছে।
গত ৫ই সেপ্টম্বর বিবিসির সাথে এক স্বাক্ষাৎকারে ভ্যাকসিন মিনিস্টার জাভেদ জাওয়ারি বলেন,” যাদের ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া আছে তাঁরাই এই ভ্যাকসিন পাসপোর্ট পাবেন। ইন্ডোর গেইম্স , নাইট ক্লাব , ফুটবলের বৃহৎ ম্যাচ এবং বড় ধরনের গ্যাদারিং এ সহজে প্রবেশ করার জন্য ভ্যাকসিন পাসপোর্ট দেখাতে হবে।ইন্ডোরে যে কোন বড় গ্যাদারিং এ প্রবেশ করতে হলে অবশ্যই ভ্যাকসিন পাসপোর্ট দেখাতে হবে।এই ভ্যাকসিন পাসপোর্ট সাথে রাখতে হবে।যাতে সহজে প্রমানিত হয় দুই ডোজ ভ্যাকসিন দেওয়া আছে। এতে আপনি যেমন সুরক্ষিত হবেন তেমনি অপর জনও সুরক্ষা পাবেন। ১৮ বৎসরের উর্ধের বয়সীরা এই ভ্যাকসিন পাসপোর্ট অতি সহজে পাবেন,”।
তিনি আরো বলেন,” আমরা নতুন করে আর করোনাভাইরাসে আক্রান্ত হতে চাইনা তাই করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য সরকার যে সব পলিসি বা কার্যক্রম হাতে নিয়েছে সবাইকে সেই নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান,”।
৫০ বৎসরের উর্ধে বয়সীদের বোস্টার ডোজ বা ভ্যাকসিনের তৃতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য সরকার আহ্বান জানিয়েছে।এনএইচএস এ আপনি বোস্টার ডোজের জন্য আবেদন করে এপোয়েন্টমেন্ট নিন। অথবা আপনার জিপি আপনার এপোয়েন্টমেন্ট দিবেন।
গত ১৯শে জুলাই থেকে এনএইচএস কভিড-১৯ পাস কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছিল। অতি সহজেই এনএইচএস ওয়েব সাইডে গিয়ে আপনি কভিড-১৯ পাস বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশন হওয়ার পর প্রতি ৪৮ ঘন্টা পর পর আপডেট দিয়ে রেজিস্টর করতে হবে। কোন বড় ইভেন্টে প্রবেশ করতে বারকোট দেখালেই হবে।বৃটেনের বৃহৎ স্বাথে নাইটক্লাব এবং ইন্ডোর বড় ইভেন্টে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলেক করা হচ্ছে।
সুত্র:-