£৬৫৯ মিলিয়ন পাউন্ড ব্যায়ে হুয়াইটচ্যাপেল স্টেশন মেরামত শেষে নতুন করে উদ্ভোদন।

মো: রেজাউল করিম মৃধা।
আজ ২৩শে আগস্ট ২০২১ সালে সকালে ইস্ট লন্ডনের সবচেয়ে ব্যাস্ততম হুয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন রি অপেনিং বা শুভ উদ্বোধন করা হয়। হুয়াইটচ্যাপেল রোড়ের এই স্টেশন মেরামতে ব্যায় হয়েছে £৬৫৯ মিলিয়ন পাউন্ড।
২০১৬ সালে এই স্টেশনের রিফাব্রিশ বা মেরামতের কাজ শুরু হয় এবং ২০১৯ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারনে কাজ বিলম্ব হয়ে আজ ২৩শে আগস্ট শুভ উদ্ভোদন করা হয়।
হুয়াইটচ্যাপেল রোডে এই স্টেশনের ঠিক অপর দিকে ব্রিটেনের সর্ববৃহৎ দি রয়েল লন্ডন হাসপাতাল অবস্থিত। এছাড়া উদ্ভোধনের অপেক্ষায় এলিজাভেদ ক্রসরেইল লাইন এবং টাওয়ার হ্যামলেট্স কাউন্সিল অফিস বা টাউন হল।
হুয়াইটচ্যাপেল স্টেশন পূর্বে শুধু আন্ডার গ্রাউন্ড এবং অভার গ্রাউন্ড ছিলো বর্তমানে যোগ হচ্ছে এলিজাভেদ ক্রসরেল লাইন। ক্রসরেইলের কাজ এখনো শেষ হতে বাকী। তবে এই স্টেশনের সাথে এলিজাভেদ ক্রস রেল লাইনের সংযোগ থাকবে।
এই স্টেশনে ডিস্ট্রিক লাইন এবং হ্যামাথস্মীথ সিটি লাইন ও অভার গ্রাউন্ড লাইনে যাত্রীরা যাতায়াত করতেন। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য দুইটির পরিবর্তে চারটি প্লাটফর্ম করা হয়েছে। সেই সাথে অত্যাধনিক যন্ত্রপাতি সহ চলন্ত সিরি,লিফ্ট এবং উন্নত রাস্তা।
ইস্ট লন্ডনের হুয়াইটচ্যাপেল স্টেশন সবচেয়ে ব্যাস্ততম। হুয়াইটচ্যাপেল ভিষন প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে।দিনে দিনে বদলে যাচ্ছে বাঙ্গালী অধ্যশিত খ্যাত এই এলাকা।পালটে যাচ্ছে হুয়াইটচ্যাপেল এলাকার চিত্র।