| |

ডিজেবল সন্তান বাবা মায়ের পাপের ফসল এমন উক্তি “ঘটনা সত্য “ নাটকে প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

রবিবার দুপুর ২.০০টায় লন্ডনের আলতাব আলি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার ডিজেবল সন্তান বাবা মায়ের পাপের ফসল এমন উক্তি “ঘটনা সত্য “ নাটকে প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুস্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ডিজেবল সন্তানদের অভিবাবক, মিসেস রুপা কবির, এহসানুল কবির, মাহবুবুল কাদির, তানিয়া কাদির, শামীমা আগুন, আইনজীবি হাসান মাহমুদ সহ আরো অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্তান আল্লাহর এক নিয়ামত এখানে বাবা মা কে দায়ীকরা মোটেই সমুচিত নয়।ডিজেবল সন্তান নিয়ে এমনিতেই বাবা মা অনেক কস্টে থাকেন। সমাজের কাছে হেয় প্রতিপন্ন হন। এমন কি বাংলাদেশে সমাজের ভয়ে অনেক ডিজেবল সন্তানদের লুকিয়ে রাখেন। সেই সাথে যদি নাটকে নেতিবাচক বাবা মা কে অন্য ভাবে দায়ী করে তা যেমন সমাজে প্রতিফলিত হবে তেমনি সন্তানদের মাঝেও বিরুপ ধারনা সৃস্টি হবে। এই ধরনের নাটক সত্যিই দু:খ জনক।

ঘটনা সত্যি নাটকের ডিরেক্টর রুবেল হাসান, অভিনেতা আফরান নিশু ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিবাবকদের প্রতিবাদের মুখে নাটকের কর্মকর্তারা দু:খ প্রকাশ করেছেন।

বক্তারা আরো বলেন নাটক সমাজকে পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তাই নাটকে ইতিবাচক প্রচারনা করা আহ্বান জানানো হয়।


Similar Posts