| | |

ইংল্যান্ডে এনএইচএস স্টাফদের ৩% বেতন বৃদ্ধি, অন্যন্য ইন্ড্রাস্টিতে ও শ্রমিক মহা সংকট।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ এবং ব্রেক্সিটের কারনে ইংল্যান্ড সহ সমগ্র ব্রিটেন জুড়েই চলছে শ্রমিকের মহা সংকট।শ্রমিক সংকটের কারনে অনেক প্রতিস্ঠান বন্ধ রয়েছে। শ্রমিক সংকট মোকাবেলায় ব্রিটিশ সরকার বিভিন্ন প্রনদনা দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দক্ষ শ্রমিক আনার ক্ষেত্র অনেক সহজ হচ্ছে।

এনএইসএস স্টাফদের দীর্ঘদিনের দাবীর মুখে শতকরা ১% থেকে শতকরা ৩% বেতন বৃদ্ধি ষোষনা করা হয়েছে। তবে স্টাফদের দাবী আরো বেশী ছিলো। এনএইচএস স্টাফদেরই শুধু নয় অন্যান্য সেক্টরের শ্রমিকদের বেতন বাড়ানো সহ সকল ধরনের প্রনদনা দিচ্ছে সরকার।

বর্তমানে শ্রমিক সংকটে রয়েছ ইংল্যান্ড। এ জন্য শুধু টেস্কো ঘোষনা দিয়েছে লরি ড্রাইভার হিসেবে যোগদান করলে £১০০০ (এক হাজার পাউন্ড )বকশিস বা গিফ্ট দিবে কম্পানী। এতেই বুঝা যায় কতটা দক্ষ শ্রমিকের সংকটে রয়েছে ইংল্যান্ড । লরি ড্রাইভারের সংকট দীর্ঘদিন ধরেই চলছে। ব্রেক্সিটের পর এ সংকট আরো বেশী পরিলক্ষিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” প্রয়োজনে ইইউ লরি ড্রাইভারদের বিশেষ সুযোগ সুবিধা সহ ভিসার ক্ষেত্রে আরো সহজ করা হবে।যাতে ড্রাইভাররা সহজে কাজ করতে পারেন এবং কাজ করতে উৎসাহিত হন।

IHS মার্কটের ডিরেক্টর রব ডবসন বলেন, “ইন্ড্রাস্টির মানিফেক্সার কাজে শ্রমিকদের সংকট ছিলো তবে বর্তমানে এ সংকট আরো বেড়েছে। যার ফলে অনেক প্রতিস্টান প্রডাক্শনের অর্ডার নিয়ে তাদের কাজের অর্ডার ঠিকমত দিতে পারছে না। সেই সাথে আমেরিকা, ইউরোপ, চায়না এবং মধ্যপ্রাচ্যর সাথে ইন্ড্রাস্টি ব্যাবসায় মারাত্বক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ব্যাবসায়ীরা ক্ষতির মুখে পরছেন”।

ইংল্যান্ডের প্রতিটি সেক্টরের মধ্যেই শ্রমিক সংকট রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে সহজে প্রবেশ না হওয়াতে এই সমস্যা এখন আরো প্রকট হচ্ছে। সরকারের পলিছি হচ্ছে দক্ষ শ্রমিক আনা সেই প্রকৃয়া সরকার অগ্রসর হচ্ছে। শুধু ইউরোপ নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০ পয়েন্ট অর্জন করে ইংল্যান্ডে আসতে হবে।সরকার আশা প্রকাশ করছে কভিড-১৯ পুরোপুরি নিয়ন্ত্রনে এলে এই শ্রমিক সংকট অনেকটাই সমাধান হবে।


Similar Posts