| |

সোমবার থেকে,ব্রিটেনে শিথিল হচ্ছে যাত্রীদের কোরাইন্টাইন।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শাপস বলেন,”সোমবার থেকে ইউরোপ এবং আমেরিকা থেকে আসা বিমান যাত্রী যাদের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া আছে তাদের জন্য কোরাইনটাইন শিথিল করা হচ্ছে,”।

যেমন:-

১/ ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া ইউরোপ এবং আমেরিকার যাত্রীদের ব্রিটেনে প্রবেশ করলে আর কোরাইন্টাইনে থাকতে হবে না।দুই ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রমাণ সাথে থাকতে হবে।

২/ যাত্রীদের অবশ্যই ট্রাভেলের পূর্বে প্রি টেস্ট এবং PCR টেস্ট করতে হবে।

৩/ দি ইউরোপিয়ান মেডিসিন্স এ্যাজ্ন্সি অথবা ইউ এস ফুড এ্যান্ড ড্রাগ থেকে ভ্যাকসিন দেওয়ার এপ্রোভড সার্টিফিকেট থাকতে হবে।

৪/ তবে রেড লিস্ট এবং এ্যাম্বার তালিকা ভুক্ত দেশের যাত্রীদের কোরাইন্টাইন শিথিল হচ্ছে না।

বিশেষজ্ঞগণদের পরামর্শ হচ্ছে খুব জরুরী না হলে ভ্রমন না করাই উত্তম। নিজে নিরাপদে থাকুন অপরকে সুস্থ্য রাখতে সহযোগিতা করুন।

করোনায় বুধবার ৯১ জনের মৃত্যু এবং আক্রান্ত ২৭ হাজার ৭৩৪ জন। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।


Similar Posts