| | |

ইংল্যান্ডে-১৯ জুলাই লকডাউন তুলে নিলেও,
নিজেদের প্রয়োজনে মাক্স ব্যাবহার করা উচিত


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি এই প্রাণঘাতী ভাইরাস থেকে নিজেদের সুরক্ষার জন্য লকডাউন তুলে নিলেও মাক্স ব্যাবহার করা প্রতিটি মানুষেরই প্রয়োজন।

সরকার ধাপে ধাপে রোড ম্যাপ অনুযায়ী লকডাউন শিথিল করছে। যদিও ২১শে জুন লকডাউন তুলে নেওয়ার ঘোষনা থাকলেও করোনাভাইরাসের আক্রান্ত বেড়ে যাওয়ায় ৪ সপ্তাহ বাড়ানো হয়। সেই হিসেবে আগামী ১৯শে জুলাই লকডাউন পুরোপুরি শিথিল করার ঘোষনা আসছে।

কোভিডের এই বিধি নিষেধ তুলে পরেও ইংল্যান্ডের লোকদের অনেকগুলি অভ্যন্তরীণ সেটিংসে মাক্স পরা উচিত বলে মনে করেন ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাওয়ী।

ইংল্যান্ডের বেশিরভাগ লকডাউন বিধি নিষেধ ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। তবে , ট্রেনের মতো জনাকীর্ণ জায়গাগুলিতে লোকেরা মাক্স পরা “প্রত্যাশা” রয়ে গেছে।

লেবার বলেছে যে মুখোশের আইনগত প্রয়োজন উঠানো “দায়িত্বজ্ঞানহীন”।

ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে নির্দিষ্ট জায়গাগুলিতে মাক্স পরার আইনী প্রয়োজনীয়তা আপাতত রয়েছে।

নাদিম জাহাওয়ী বলেন,”মাক্স পরা “পুরো দেশকে সহায়তা করবে”।

তিনি আরও বলেন, সরকার এই বিষয়টির জন্য “ব্যক্তিগত দায়িত্ব এবং কর্পোরেট দায়িত্ব উভয়ই” চাপ দিতে চেয়েছিল।

তিনি বলেন, “ভ্যাকসিন কর্মসূচির সুদৃঢ় করণ আমাদেরকে লকডাউন সহজ করার চার ধাপে সাবধানতার সাথে এগিয়ে যাওয়ার অনুমতি হলেও সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে নিজেদের প্রয়োজনেই,”।

মাক্স পরা মত জিনিসগুলির উপর দিকনির্দেশগুলি খুব স্পষ্ট হবে। লোকেরা বাড়ির ভিতরে, জনাকীর্ণ জায়গায়, পাবলিক ট্রান্সপোর্টে মুখোশ পরার প্রত্যাশা থাকবে।

শুধু মন্ত্রী, সেক্রেটারি, এমপিরাই নয়। বিশেষজ্ঞরাও বলছেন লকডাউন তুলে নিলেও আমাদের সবাইকে অধিক শতর্ক থাকতে হবে। সরকার বিধিনিষেধ শিথিল করলেও নিজেদের দায়িত্বশীল হতে হবে।তা নাহলে হতে পারে মহাবিপদ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে করোনায় রবিবার আক্রান্ত হয়েছেন ৩১,৭৭২ জন, মৃত্যু ২৬ জন।

সব কিছু শুধু আইন দিয়েই সমাধান সম্ভব নয় নিজেদের ও বিবেক খাটাতে হবে।নিজেদের প্রয়োজনেই এই করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষার জন্য বারবার হাত পরিস্কার করা, সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং মুখে মাক্স ব্যাবহার করা উচিত।

নিজে শতর্ক থাকুন, নিজে সুস্থ্য থাকুন এবং অপরকে সুস্থ্য রাখতে সহযোগিতা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।


Similar Posts