| | |

সংবাদ সম্মেলন।


গত ২২শে জুন মংগলবার ইস্ট লন্ডনের সোনার গাও রেস্টুরেন্টে দেশের ২৮তম গ‍্যাস ফিল্ড হিসেবে পুর্ণাঙ্গ গ‍্যাস উত্তোলন ক্ষেত্র হিসেবে প্রতিষ্টা, মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি ঘোষণা এবং জকিগঞ্জের আইন শৃঙ্খলা উন্নতির দাবিতে ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর উদ্দোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলার শেরোয়ান হোসেন চৌধুরী এবং সভা পরিচালনা করেন সেক্রেটারি আবুল হোসেন।অন্যান্যদের মধ্যে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ট্রজারার গোলাম মোর্তুজা, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন,ফজলুল আহমেদ চৌধুরী, কাজী খালেদ, মাওলানা কাজী এমদাদুল হক। ব্রিটেনের সাংবাদিক গনরা উপস্থিত ছিলেন।


Similar Posts