| | |

দুই ডোজ কভিড-১৯ ভ্যাকসিন নেওয়া যাত্রীদের হোটেল কোরাইন্টেনে থাকতে হবে না।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বিদেশে যাওয়া এবং আসার ক্ষেত্রে ব্রিটিশ সরকার বেশ কড়াকড়ি আরোপ করেছেন। করোনায় আক্রান্ত দেশ হিসেব সিগনাল লাইট অনুযায়ী লাল , আম্বার এবং গ্রীন তালিকা ভুক্ত করা হয়।

বিশ্বের যে কোন দেশ থেকে ব্রিটেনে আসলে বা বহির্বিশ্বের থেকে এলেই সেই দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে তাকে হোটেল কোরাইন্টেন অথবা হোম কোরাইন্টেনে থাকতে হবে।

তবে যে সব যাত্রীদের কভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই সব যাত্রীদের এখন থেকে আর হোটেল কোরাইন্টানে থাকতে হবে না।

যাত্রীদের হোটেলে থাকতে হলে তাকে সরকারের দেওয়া তালিকা ভূক্ত হোটেলে থাকতে হবে এবং নিজস্ব খরচে থাকতে হবে।হোটেল খরচ মোটামুটি £১৭০০,০০। যাদের ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া আছে তাদের এই খরচ লাগবে না।

ফাইজার বায়ন্টিক,

অক্সফোর্ড আস্টার্জেনিকা,

মডের্না,

জনসন জনসন

যেকোনো ভ্যাকসিনের দুই ডোজ যারা নিয়েছেন তাদের যাতায়াত নিয়ম অনেকটা শিথিল করা হয়েছে।

গবেষকদের পরামর্শ হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া ট্রাভেল না করা। সবাই নিরাপদে ভ্রমন করুন, সুস্থ্য থাকুন । আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন । আমিন।


Similar Posts