| | |

এ বৎসর সীমিত আঁকার হবে হজ্জ্ব।
বিশ্বের কোন দেশ থেকে কেউ হজ্বে যেতে পারছেন না।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির কারনে সীমিত আঁকারে এবার পালন করা হবে ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ্জ্ব। শারিরীক এবং অর্থনৈতিক ভাবে সমর্থ থাকলে তার জন্য হজ্জ্ব ফরজ। করোনাভাইরার মহামরির কারনে সেই ফরজ ইবাদত অনেকেই করতে পারছেন না।

গত বছরের মতো এবারও অন্যান্য দেশের মত বাংলাদেশ থেকে কেউ হজ্জ্বে যেতে পারছেন না। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সেই সাথে বিশ্বের কোন দেশ থেকেই কোন হাজী হজ্জ্বে যেতে পারছেন না বলে সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও (১৪৪২ হিজরি /২০২১ ইং) সৌদি আরবের বাইরের কেউ হজ্জ্বে যাওয়ার সুযোগ পাবেন না।

সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ্জ্ব পালন হবে।

শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু করোনাভাইরাস মহামারি সারা বিশ্বকে স্থমিত করেছে।মৃত্যু বরণ করেছেন বহু মানুষ।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রনে এলে আবারও পুরোপুরি বিশ্বের সব দেশ থেকে হাজীরা হজ্জ্ব করতে পারবেন।করোনাভাইরাস মহামারির কারনে বিশ্বের ধর্মপ্রাণ মানুষ ইসলামের অন্যতম ইবাদত থেকে বন্চিত হচ্ছেন শুধু তাই নয় ব্যাবসায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হজ্জ্বের সাথে সংশ্লিষ্ট সকল ধরনের ব্যাবসায়ীরা এবং রাজস্ব হারাচ্ছে সৌদি সরকার।

আগামী দিন হোক করোনা মুক্ত সুন্দর পৃথিবী। আমিন।


Similar Posts