| | |

ব্রিটেনে অন লাইন টেলিভিশনের জনপ্রিয় অনুস্ঠান “মৃধা শো”র
১ম বর্ষ পূর্তী ১৯শে জুন।


মো: রেজাউল করিম মৃধা।

“মৃধা শো” ব্রিটেনে অন লাইন টেলিভিশনের দর্শক নন্দিত জনপ্রিয় একটি অনুস্ঠান। হাঁটি হাঁটি পা পা করে শত ব্যাস্ততা ও প্রতিকূলতার মাঝেও বিরামহীন ভাবে নতুন নতুন অতিথি এবং নতুন নতুন বিষয় নিয়ে ধারাবাহিক পথ চলার এক বছর পূর্তী হতে যাচ্ছে। আগামী ১৯শে জুন ২০২১।বিকাল ৫.০০টায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার-আহবাব হোসেন,

সম্মানীত অতিথি মৃধা শোর প্রথম অতিথি- সাংবাদিক আব্দুল মমিন ক্যারল।

করোনা মহামারির কারনে স্বল্প মানুষের উপস্থিতি হলেও কিন্তু জুম এর মাধ্যমে অন লাইনে সবাইকে অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

“মৃধা শো”র ১ম বছর পূর্তিতে সর্ব প্রথম শুকরিয়া আদায় করছি পরম করুনাময় আল্লাহর কাছে। কৃতিত্বা জানাচ্ছি সকল দর্শকদের কাছে যাদের উৎসাহ , অনুপ্রেরনায় আজ এতদূর এসেছি। গভীর ভাবে কৃতক্জ্ঞতা সকল আমন্ত্রীত অতিথিগণদের। তাদের উৎসাহিত এবং আন্তরিক সহযোগিতা আমাকে আরো অনুপ্রানিত করেছে।আশাকরি অতিথিদের সহযোগিতা অব্যহত থাকবে।

সবচেয়ে বেশী কৃতজ্ঞতা জানাচ্ছি এমএএইচ অনলাইন টিভির সিইও বিশিস্ট আইনজীবি মোহামেদ আব্দুল হামিদ টিপু, সাংবাদিক এবং প্রিয় সহকর্মী জাকির হোসেন কয়েস এবং আমার সহধর্মীনী মোসাম্মদ জিনাত আরা জায়েদ । এই তিন জন মৃধা শোর সফলতার দাবীদার।এরা সবাই আমার এবং মৃধা শোর প্রেরনা শক্তি।শুধু ধন্যবাদ নয় বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়াও অনেকেই সহযোগিতা করেছেন সবার নাম নিতে পারছিনা।আমাকে ক্ষমা করবেন।কিন্তু যে ব্যাক্তির নাম না বললেই নয়। এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক আলি বাবুল , শিল্পী আহমেদ রনি, সজিব ইসলাম , আনসার আহমেদুল্লাহ,তানভির হাসান, পাপ্পু দাস, জমশেদ হাসান,জান্নাতুল রুনা, আরটিএন টিভির সিইও নুরুল আমিন তারেক , সাংবাদিক আব্দুল মমিন ক্যারল ভাই।এছাড়াও অনেকেই আমাকে নির্দ্ধিধায় সহযোগিতা করছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

কৃতজ্ঞতা প্রকাশ করছি মৃধা শোর গত এক বছরে ১৩২ জন অতিথিদের কাছে। যাদের অংশগ্রহনের মৃধা শো হয়ে উঠেছে আপনাদের প্রিয় অনুস্ঠান।

আমন্ত্রীত অতিথি গন:-

শত বর্ষ বয়সী দবিরুল চৌধুরী ওবিই থেকে শুরু করে সিলেটের ক্ষুদে গান রাজ তারেক নুর নয়ন সহ এ প্রজন্মের শিল্পী ট্রেসী মন্ডল , আমেরিকার শফিকুল ইসলাম স্বপন, গ্রীস প্রবাসী শিল্পী যাওয়াহির মাহমুদ মুরসালিন, সাংস্কৃতিক কর্মী হোসনে আরা মতিন,ইতালী প্রবাসী শিল্পী সাব্রিনা মমতাজ মম,বাংলাদেশের বাউল শিল্পী হিরা মোহন তালুকদার, উস্তাদ শামসুদ্দিন সেলিম,পুলিশ এবং শিল্পী শিশির আহমেদ মূকুল, সুফিয়া নাসরিন মিমি, ব্রিটেনের সিনিয়র সাংবাদিক উদয় সংকর দাস।মৃধা শোর প্রথম অতিথি করোনা বিজয়ী সাংবাদিক আব্দুল মুমিন ক্যারল।

বিজয় ফুলের প্রতিষ্ঠাতা কবি শামীম আজাদ।

বিবিসিসিআই এর ফাউন্ডার প্রেসিডন্ট সাহগির বকত ফারুক ,বিশিস্ট সংগীত শিল্পী আলাউর রহমান, সাঈদা চৌধুরী, কাজী কল্পনা, ইমাম হোসেন,দেলোয়ার হোসেন দেলু, এনামুল করিম পাভেল , সমাজ সেবক আনোয়ার খান,মডেল সোহেল আহম্মেদ, মোহাম্মদ শরীফ খান, কবি রেজা খান, আবৃত্তিকার নজরুল ইসলাম অকিব,শাহ জান্নাত সুলতানা রুমী হক, সানরাইজ রেডিওর পরিচালক মিছবাহ জামাল,শিল্পী আহমেদ রনী,রাসেল আহমেদ, সুমন শরীফ, সিনিয়র সংবাদ পাঠক শিক্ষক আফসার উদ্দিন এমবিই, সংবাদ পাঠিকা ববি রায়, ফজলুল বারী বাবু, ডাক্তার মোশারফ হোসেন,লেখক কবি সাহিত্যিক আবু সুফিয়ান,নুরজাহান শিল্পী, সংগঠক আব্দুর রহমান খান সুজা, নিত্য শিল্পী ও শিক্ষিকা চায়না চৌধুরী, শিল্পী রাসেল আহমেদ, কৃতি ছাত্রী নূসরাত আহমেদ।

টাওয়ার হ্যামলেটস স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন,লেখক সাংবাদিক সুজাত মনসুর,কল্পনা হামজা, মোহাম্মদ দীপ, আদর্শ পিতা রুবেল খান, উপস্থাপিকা মন্জুয়ারা মনি, ইন্ডিয়ান শিল্পী কিংশুক দাস, মুক্তিযাদ্ধা আবুল কাসেম, আবৃত্তিকার ও সংবাদ পাঠক মনিরা পারভিন, কবি মিল্টন রহমান, শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরী ,মুক্তিযাদ্ধা আজহারুল আলিম কাশেম, সংবাদ পাঠক শহিদুল ইসলাম সাগর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ।ক্যানারী ওয়ার্ফের কমিউনিটি ডিরেক্টর জাকির খান, ক্রিকেটার শহিদুল আলম রতন , শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, একাউন্টেন্ট শওকত চৌধুরী, ডা: এবাদুর রহমান জিপি, প্রভাত ফেরি উৎযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ এ রউফ, সদস্য সচিব জুয়েল রাজ।

বিবিসিসিআই এর প্রেসিডন্ট বশির আহমেদ, বাংলাদেশের শিল্পী পরিতোষ মন্ডল, মাওলানা আব্দুল কুদ্দুস , ক্বারী আব্দুল মুহিত, ব্যাবসায়ী ও সমাজ সেবক জুবায়ের লস্কর,ইসলামী সংগীত শিল্পী রায়হান চৌধুরী ,লন্ডন টাইগারর্স এর সিইও মেজবাহ আহমেদ, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মাহমুদুল হাসান শামীম,সুনামগন্জের শিল্পী শামসুদ্দিন সেলিম, ঢাকার শিল্পী স্বপন রেজা, কমিউনিটি এ্যার্টিভিস্ট আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক রোম্মান বকত চৌধুরী, সাবেক মেয়র গোলাম মোর্তুজা, কালেকটিভ এর চেয়ার শাহনুর খান, কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম, ছড়াকার দিলু নাসের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমেদ, শিল্পী জয় বিনাক, সাংবাদিক লেখক ইমরান আহমেদ চৌধুরী ইএমই, মুক্তিযুদ্ধের সংগঠক ফেরদৌসি রহমান, ইতালী আওয়ামীলীগের প্রতিস্ঠাতা সভাপতি মাহতাব হোসেন,আওয়ামীলীগ নেতা ও লন্ডনে বংগবন্ধু স্ট্রাচ্যু প্রতিষ্ঠাতা আফসার খান সাদেক।

ইউকে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোজাম্মেল হক, ইউনিভার্সিটি শিক্ষক ড: হাসনাত হুসাইন এমবিই। ফ্রান্স থেকে মুক্তিযাদ্ধা মোহাম্মদ আলী, আমেরিকা থেকে মুক্তিযাদ্ধা গাজী মশিউর রহমান, জাপান থেকে সুমিত্র রডুয়া এবং নাজনীন সুলতানা মনি, ব্যারিস্টার এম এ ছালাম, ব্যারিস্টার মনিরুল ইসলাম মন্জু, বাংলাদেশের শিল্পী নাহিদ চৌধুরী প্রিতম, ইতালীর কবি খলিলুর রহমান, কবি ইকবাল মোহাম্মদ, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ , কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মাইল এ্যান্ড এবং লাইম হাউস ওয়ার্ডের লেবার পার্টির চেয়ার লিলু আহমেদ তালুকদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কবির হুসাইন, কাউন্সিলার শাহ সুহেল আমিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডা: মনোয়ার হোসেন, মাওলানা আব্দুল কাদির সালেহ।

বিশিস্ট ইসলামী চিন্তাবিদ, টিভি ওয়ানের ডিরেক্টর শেইখ আব্দুর রহমান মাদানী বিপিএইচ, নাশিদ শিল্পী কারী আব্দুল সালাম, আল কোরআন একাডেমির চেয়ার হাফিজ মনির উদ্দিন আহমেদ, সাংবাদিক মোহাম্মদ কাউসার, সাংবাদিক মাসুদুজ্জামান মাসুদ, এমএএইচ লন্ডন টিভির সিইও আব্দুল হামিদ টিপু , শিল্পী সাইদা ইসরাত নাসরিন কুইন,দর্পন সম্পাদক সাংবাদিক রহমত আলি, ৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ার ইসলাম অভি, সাংবাদিক এডিটর২৪ সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক জাহান্গীর আলম শিকদার।

বিসিএ এর প্রেসিডন্ট এম এ মুনিম, বিসিএ সাবেক জেনারেল সেক্রেটারি অলি খান এমবিই, সাপ্তাহিক সুরমার সম্পাদক সাংবাদিক শামসুল আলম লিটন, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সায়েম চৌধুরী , বাংলাদেশের তরুন শিল্পী মো: সাজ্জাত কবির সাজ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, ইউকে বিএনপির উপদেস্টা আব্দুল হামিদ চৌধুরী , দি হিউম্যানটেরিয়ান এ্যান্ড সেইভিং লাইফস এর চেয়ার আশিকুর রহমান, আইল্যান্ড নেটওয়ার্ক এর চেয়ার সাবেক কাউন্সিলার মাইয়ুম তালুকদার ,নায়িকা এবং মডেল কন্যা দিলরুবা ইয়াসমিন রুহি, ফ্রান্স আওয়ামীলীগ এর সভাপতি এম এ কাশেম, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, বিবিসিএ এর ফাউন্ডার প্রেসিডন্ট ইয়াফর আলি এবং সেক্রেটারি জেনারেল তোফাজ্জল মিয়া।

“মৃধা শো” যে কোন প্রগ্রাম থেকে ব্যাতিক্রম।

যেমন:-

১/ ২০২০ সালের ২০শে জুন থেকে প্রতি শনিবার এমএএইচ লন্ডন টিভি ও লন্ডন বাংলা ভয়েজ পেইজে নিয়মিত প্রগ্রাম করে আসছে। ধারাবাহিক প্রগ্রামের কোন ছন্দপতন ঘটেনি।প্রতি শনিবার নিয়মিত প্রগ্রাম হয়েছে।কোন কোন শনিবার দুটি করে প্রগ্রাম করা হয়েছে।

২/ নিয়মিত শনিবারের অনুস্ঠানে এখন পর্যন্ত কোন অতিথি দ্বিতীয় বার আনা হয় নাই। শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে রেফেরামডম নিয়ে মাত্র একজন অতিথি দ্বিতীয় বার এসেছেন। বলতে পারেন এক বছরে সবাই অতিথি একবার এসেছে।

৩/ পৃথিবীর বহু দেশ থেকে অতিথিরা অংশ গ্রহন করেছেন। আমেরিকা, ফ্রান্স , জাপান, ইতালী আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশী থেকে আমন্ত্রিত অতিথিগণ ।অংশগ্রহন করেছেন।

৪/ প্রতিটি অনুস্ঠান ব্যাতিক্রম ভাবে ভিন্ন সাঝে সাজানো হয়।প্রতিটি অনুস্ঠানই থেকে ভিন্ন ইমেজ থাকে নতুনত্ব।

আমরা চাই প্রতি অনুস্ঠান থেকে কিছু একটা ম্যাসেজ দেওয়ার।পজেটিভ নিয়েই অনুস্ঠান সমাপ্ত করা হয়।

৫/ কিছু কথা কিছু গান , কিছু কবিতা বা কৌতুক সেই সাথে আমন্ত্রিত অতিথিদের সাফল্যের গল্প । সেই সাথে বাংলাদেশে বিশেষ দিনে বিশেষ অনুস্ঠান আয়োজন করা হয়।বিশেষ দিনে বিশেষ অনুস্ঠা মৃধা শোর অন্যতম বৈশিস্ট।

৬/ বাংলাদেশর প্রতিটি জাতীয় দিনকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েই প্রতিটি অনুস্ঠান । অতিথি গন দের সেই ভাবে সিলেকশন করা। বাংলাদেশী রাজনৈতিক দলের জন্য ভিন্ন ভিন্ন আলাদা অনুস্ঠান সবার কাছে বেশী গ্রহন যোগ্যতা পেয়েছে। এক অনুস্ঠানে এসে অহেতুক ঝগড়া না করে ভিন্ন ভিন্ন অনুস্ঠানে তাদের নিজস্ব মতামত তুলে ধরের আর বিচারের ভার বিজ্ঞ দর্শকদের।

৭/ বাংলাদেশের শিক্ষা , সাহিত্য ও সাংস্কৃতিক তুলে তুলে ধরা হয়। তুলে ধরা হয় কোথায় আমাদের দূর্বলতা এবং কি করলে আমরা আমাদের সংস্কৃতিকে আরো সম্বৃদ্ধি করতে পারে সেই কথা তুলে আনা হয়। ঈদ আনন্দ এবং বৈশাখীর ছিলো বিশেষ আয়োজন।

৮/ বর্তমান সমসাময়ীক টপ নিউজ নিয়ে আয়োজন করা হয় বিশেষ আলোচনা অনুস্ঠান হতে পারে বাংলাদেশ ইসু এমন কি প্রবাসীদের ইসু সর্বশেষ সাংবাদিক রোজিনা ইসু নিয়ে দুটি অনুস্ঠান সবার কাছে বেশী গ্রহনযোগ্যতা পেয়েছে।

৯/ সম্প্রতি টাওয়ার হ্যামলেটস এর রেফারেমডম নিয়ে পর পর তিনটি টক শো সবার মাঝে এক মৃধা শো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। মেয়রাল সিস্টেম এবং ক্যাবিনেট লিডার সিস্টেম নিয়ে টান টান উত্তেজনা থাকলেও মেয়রাল সিস্টেম বিজয়ী হয়।

১০/ ফুটবল কিংবদন্তি মেরাডোনার পর মৃত্যু পর আলোচনা অনুস্ঠানটি ফুটবল প্রেমীদের কাছে স্মরনীয় হয়ে থাকবে। ব্রেক্সিট নিয়ে অনুস্ঠান ব্রিটেন এবং ই ইউর মাঝের লাভ ক্ষতি সহ বহু অনুস্ঠান। দর্শকদের কাছে প্রিয় হয়েছে।

১১/ “মৃধা শো” তে অতিথি হয়ে এসে অনেকের ভাগ্যে ঘটেছে আমল পরিবর্তন, অতিথি হয়ে এসে উৎসাহিত হয়ে অনেক গুনি ও প্রতিভাবান মানুষ হয়েছেন অন্য অন লাইন টিভির উপস্থাপক বা উপস্থাপিকা এবং অনেকে নিজেই অন লাইন টিভির মালিক হয়েছেন। অনেক শিল্পী এখন বিভিন্ন টিভি ও অন লাইন টিভিতে নিয়মিত অনুস্ঠান করে যাচ্ছেন। প্রতিভা বিকাশে মৃধা শো অনন্য অবদান রেখে যাচ্ছে।

প্রিয় দর্শক এবং পাঠক প্রবাসে শতব্যাস্তততা ও প্রতিকূলতার মাঝে একটি অনুস্ঠানকে নিয়মিত ভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, দোওয়া, ও সহযোগিতার কারনে এবং কিছু প্রিয় মানুষদের আন্তরিকতা ,পিছন থেকে সাহস , শক্তি, সহযোগিতার জন্য। যে কোন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সহযোগিতা অব্যহত থাকলে “মৃধা শো” এগিয়ে যাবে আগামীর পথে।

কভিড-১৯ বা করোনাভাইরস মহামারি কালীন সময়ে ঘরে বসে থেকে অন লাইন টেলিভিশনের প্রতি সবার আগ্রহ বেড়ে যায়। একের পর এক অন লাইন টেলিভিশন খুলতে থাকেন অনেকেই।এখন পুরো ব্রিটেন অন লাইন টেলিভিশনের জয়জয়কার বা স্বর্ন যুগ।

অথচ ব্রিটেনে ১৯৬০ সালে মাত্র টেলিভিশন চালু হয়।শুধু মাত্র ২টি টেলিভিশন চ্যানেল দিয়ে শুরু একটি BBC অপরটি iTV. দীর্ঘ দীন পর এখন ৪৮০ টি টিভি চ্যানেল । ব্রিটেনে বাংলাদেশী চ্যানেল গুলির মধ্যে রয়েছে।

চ্যানেল এস, এন টিভি, এটিএন বাংলা, টিভি ওয়ান, আই অন টিভি ইক্রা বাংলা।সম্প্রতি দীন টিভি সম্প্রচার শুরু হয়েছে।

এই শত শত অন লাইন টিভির মাঝে টেলিভিশনের নাম মনে রাখাই দুস্বকর আর সেখানে একটি প্রগ্রামের নাম মনে রাখা সত্যিই আরো দু:স্বকর বা অস্বাধ্য ।তার মাঝেও “মৃধা শো” নিজস্ব স্বক্রিয়তায় আপনাদের মাঝে স্থান করে নিয়েছ। এইটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। যদি কারো মনে কস্ট দিয়ে থাকি। কেউ কস্ট নিবেন না।আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

২০২০ সালের ২০শে জানুয়ারী শনিবার “মৃধা শো”র যাত্রা শরু। ধারাবাহিক অনুস্ঠানের মাধ্যমে ২০২১ সালের ১৯শে জুন শনিবার বিকাল ৫.০০টায় ইস্ট লন্ডনের নিউ রোডে লন্ডন বাংলা ভয়েজ পেইজের অফিসে কেক কেঁটে ও দোওয়া পরিচালনার মধ্য দিয়ে মৃধা শো র প্রথম বর্ষপূর্ত উৎযাপন করা হবে।

করোনাভাইরাস মহামারির কারনে জুম অথবা স্ট্রিম ইয়ার্ড এর মাধ্যমে অন লাইনে সবাইকে অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সবাই ভালো থাকবেন।আমার জন্য দোওয়া করবেন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।ধন্যবাদ।


Similar Posts