ব্রিটেনে করোনাভাইরাস এর কারনে ৪.৬ মিলিয়ন রুগী সেবা থেকে বন্চিত।৫ মিলিয়ন রুগী ওয়েটিং লিস্টে।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির কারনে ব্রিটেনে শুধু করোনা রুগীদের প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে ক্যান্সার সহ অন্যানয রোগে আক্রান্ত রুগীদের হাসপাতালে যাওয়া মুটামুটি নিষিধ।সে জন্য ৪.৬ মিলিয়ন রুগী ২০২০ সালে সেবা থেকে বন্চিত হয়েছেন।
বিভিন্ন রোগে আক্রান্ত রুগী এবং যাদের অপেরাশন সহ ডাক্তারের সরাসরি চিকিৎসা নেওয়া প্রয়োজন এমন ৫ মিলিয়ন রুগী আছেন ওয়েটিং লিস্টে। বিশেষ করে ক্যান্সার বা গুরুতর অসুস্থ্য এবং অপেরাশন রুগীদের অপেক্ষার লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে।
এনএইচএস এর সেবার মান অক্ষুন্ন রাখতে সরকার আরো £৬.৬ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে।
হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যানকক বলেন,” করোনাভাইরাস মহামারি মোকাবেলায় এনএইচএস সর্বোচ্চ সেবা দিয়েছে। এনএইচএস এর উন্নত সেবা অক্ষুন্ন রাখতে সরকার আরো £৬.৬ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। প্রয়োজনে আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে। সেবার মান অক্ষুন্ন রাখতে সবধরনের সহযোগিতা করবে সরকার,”।
ভ্যাকসিন দেওয়ার ফলে কিছুটা স্বস্থির নি:শ্বাস ফেলার সময় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নতুন করে দু:চিন্তায় ফেলেছে। অন্যদিকে আশার কথা হচ্ছে ব্রিটেনের প্রাপ্ত বয়স্কদের অর্ধেকের বেশি মানুষ করোনার উভয় ডোজ টিকা গ্রহন করেছেন। বৃহস্পতিবার এই মাইল ফলক অর্জন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হেলথ সেক্রেটারী। এদিকে করোনার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন প্রধানমন্ত্রী বরিসজনস।
করোনা। রুগীর সংখ্যা কমতে শুরু করায় ক্যান্সারের মত গুরুত্ব পূর্ন রুগীদের সেবা কার্যকর্ম শুরু করতে শুরু করেছিলো এনএইচএস। এতে আশার আলো দেখছিলেন অনেক রুগীরাই কিন্তু সেই আলো আবার দীর্ঘ অপেক্ষা হতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পালা কখন শেষ হবে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সহায় হোন আমিন।