ব্রিটেনে ৪ ধরনের ইমিগ্রেনদের বসবাস।তবে ২০২০ সালে ব্রিটেন ছেড়েছেন ৩৭৩,০০০ জন।

মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেন হচ্ছে বহু জাতির জানুষের বসবাসের অভয় স্থল।পৃথিবীর প্রায় সব দেশের লোকই এখানে বসবাস করছেন এবং নিজেদের নিজস্ব সংস্কৃতি ও স্ব স্ব ধর্ম পালন করে যাচ্ছেন স্বাধীন ও স্বকীয় ভাবে।
ব্রিটেনের স্ট্যাটিজ অনুযায়ী ৪ ধরনের ইমিগ্রেন বসবাস করছেন।
যেমন:-
১/ সিটিজেন,
২/ রেসিডেন্ট,
৩/ নন ইমিগ্রেন এবং
৪/ আন ডকুমেন্টেট।
সম্প্রতি এক গবেষনায় চমৎকার তথ্য উঠে এসেছে যে বেশীর ভাগ ইমিগ্রেন এসেছেন সমুদ্র পথে।অনেকেই এদেরকে ন্যাশনাল ওয়াটার ইমিগ্রেন বলে থাকেন।
শিক্ষা , শান্তি এবং সবার জন্য সমান সুযোগ থাকায় এবং কাজের বিশেষ সুবিধা থাকায় বিশ্বের সবাই ব্রিটেনকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। ব্রিটেনে পাড়ি জমানোর জন্য সহজ থেকে কঠিন পথে বেছে নিতে দ্বিধা বোধ করেন না।
ইংল্যান্ডের রাজধানীকে মাল্টিকালচার সিটি হিসেবে সকলের কাছে সুপরিচিত।এখানে শতকরা ১৪% লোকই হচ্ছেন ইমিগ্রেন।লন্ডনের শতকরা ২১% ইমিগ্রেন ওয়ার্কাররা প্রফেশনাল জব করেন। বাকী সবাই হসপিটালিটি সেক্টর সহ অন্যান্য সেক্টরে কাজ করেন। অনেকে আবার সেল্ফ ইমপ্লয়মেন্ট হিসেবে কাজ করছেন স্বাধীন ভাবে।
তবে ২০২০ সালে ব্রেক্সিট সহ অন্যান্য কারনে ব্রিটেন ছেড়ে চলে গেছেন ৩১৩,০০০ জন। এর মধ্য বেশীর ভাগ ইউরোপিয়ান নাগরিক হলেও অন্যান্য দেশের লোকও রয়েছে।
যোগ্যতা সহ কারে বৈধ ভাবে ব্রিটেনে আসতে আপনাকে ৭০ পয়েন্ট অর্জন করতে হবে। যে কম্পানির অধীনে কাজ নিয়ে আসবেন সেই কম্পানির প্রতিজনের জন্য £২৯,৪৮০ বাৎসরিক বেদন দিতে হবে।আপনার যোগ্যতা থাকলে এবং নির্দিষ্ট ক্যাটাগরি পূর্ণ করতে পারলে আর অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে নয় । সুন্দর ভাবে সুন্দর ভবিষ্যতের আশায় অনায়াসে ব্রিটেনে আসতে পারবেন।
আপনি ব্রিটেনে এসে কোন ধরনের ইমিগ্রেনে পরবেন সেটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে।