২০২১ সালে যথারীতি হজ্জ্ব করতে পারবেন ধর্মপ্রাণ মুসলমান ।

মো: রেজাউল করিম মৃধা।
করোনাভাইরস মহামারির কারনে ২০২০ সালে নিজ দেশের হাজীদের নিয়ে সীমিত আঁকারে বা ছোট্ট পরিসরে হজ্জ্ব পালিত হয়েছিলো ।
২০২১ সালে বৃহৎ আঁকারে পূর্বের মত বিশ্বের সকল মুসলিম দেশে ধর্মপ্রাণ মুসুল্লিরা হজ্জ্ব করতে পারবেন বলে জানিয়েছেন -বাদশাহ সালমান।
১৭ই জুলাই থেকে ২২শে জুলাই ২০২১ পর্যন্ত হজ্জ্ব পালনের আনুষ্ঠানিকতা ও হজ্জ্বের মাধ্যমে করনীয় কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন -ড: আব্দুল রেহমান আল সুদাইস ।
হজ্জ্ব পালনে আসার পূর্বে আপনাকে পবিত্র মক্কা এবং মদিনায় থাকা খাওয়ার ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।
করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই সাথে থাকতে হবে।সেই সার্টিফিকেট সৌদি আরবের হজ্জ্ব ও উমরাহ মিনিস্টারের নির্ধারিত এজেন্সীর অধীনে হতে হবে।
হ্যান্ড সেনিটাইজার, মাক্স সহ করোনা প্রতিরোধক সব কিছুই সাথে থাকতে হবে।
মেডিক্যাল চেক আপ আপডেট থাকতে হবে।
করোনা উপসর্গ নিয়ে কেউ পবিত্র মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবেন না।
অতি শীগ্রহ হজ্জ্বের বিস্তারিত জানানো হবে।
তথ্য:- দি ইসলামিক ইন্ফরমেশন.কম।