| |

ব্রিটেনে বাউন্স ব্যাক লোন পরিশোধের সময় বর্ধিত হচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরস মহামারি থেকে রক্ষা এবং মানুষের জীবন বাঁচানোর জন্য তিন বার লক ডাউন দিয়েছে সরকার এখনও ব্রিটেন জুড়ে লক ডাউন চলছে । লক ডাউনের কারনে এবং বিভিন্ন জোন ভাগ করে কঠোর নিয়ম করে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছিল।

ব্যাবসা প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য সরকার বিনা শর্তে £৫০,০০০ পাউন্ড করে ব্যাবসায়ীক লোন বা বাউন্স ব্যাক লোন দিয়েছে। লোন গ্রহনের এক বছর পর অর্থাৎ ১২ মাস পর থেকে লোনের কিস্তি পরিশোধের নির্দেশনা থাকলেও বর্তমান করোনাভাইরসের কথা চিন্তা করে লোন পরিশোধের সময় বর্ধিত করা হচ্ছে।

£৫০,০০০ পাউন্ড লোন পরিশোধের জন্য প্রথমে ৬ বৎসর সময় নির্ধারণ করা হলে ও পরবর্তিতে ১০ বছর করা হয়।বাউন্স ব্যাক লোন পরিশোধের জন্য আপনি মাসে £৪৬০ অথবা £৯৪০ পাউন্ড করে ও পরিশোধ করতে পারবেন।

চ্যানচেলর ঋশি সুনাক বলেন,” ব্রিটেনের অর্থনৈতিক চাকা স্বচল রাখতে এবং ব্যাবসা প্রতিস্ঠান কে সহযোগিতার জন্য বিনা শর্তে বাউন্স ব্যাক লোন দেওয়া হয়েছিল। এই লোন সবাইকে অবশ্যই পরিশোধ করতে হবে। তবে ব্যাবসা প্রতিস্ঠান বন্ধ থাকায় এই লোনের কিস্তি ফেক্সিবল করা হয়েছে। ব্যাবসা আবার স্বচল হলে লোনের কিস্তি পরিশোধ শুরু হবে,”।

গত বছর এই লোন দেওয়া হয়েছে সেই হিসেবে ব্যাংক থেকে এরই মধ্যে ৬০০,০০০ বিজনেস বা ব্যাবসা প্রতিস্ঠানকে চিঠি দিয়েছে।

সাধারন শর্তে ১.৪ মিলিয়ন ব্যাবসা প্রতিস্ঠানকে £৪৫ বিলিয়ন পাউন্ড বাউন্স ব্যাক লোন বা বিজনেস লোন দিয়েছে সরকার।

ব্যাংক ম্যানেজার রিকার্ড বেয়ারম্যান বলেন,”বিজনেস লোন পরিশোধের পূর্বে বিজনেস বাড়াতে হবে। বিজনেসম্যানদের মধ্যে কন্ফিডেন্ট বাড়াতে হবে। এরপর কিস্তি পরিশোধ করতে হবে,”।

বিজনেস সেক্রেটারি কাউসী কুয়ার্টেন্জ বলেন,” যখন পুরাপুরি ভ্যাকসিন কার্যকর্ম প্রথম ডোজ শেষ হবে ব্যাবসা প্রতিষ্ঠান গুলি আবার শুরু হলেই লোন পরিশোধের কিস্তি শুরু করতে হবে,”।

লেবার স্যাডো চীপ সেক্রেটারি ব্রিজন্ট ফিলিপসন বলেন,” ব্যাবসায়ীরা কিভাবে লোন পরিশোধ করতে পারবে সেই বিবেচনাও করতে হবে। এখনও অনেক ব্যাবসা প্রতিস্ঠান বন্ধ রয়েছে। তাদের কথা চিন্তা করে কিস্তি পরিশোধের সময় বাড়ানো দাবী করেন,”।

করোনাভাইরস মহামারিকে মোকাবিলা করতে সরকার বিনাশর্তে বিজনেস লোন দিয়েছিলো ব্যাবসায়ীদের সহযোগিতার জন্য এবং ৬ থেকে ১০ বৎসরের মধ্যে এই লোন পরিশোধ করতে হবে। সেই কিস্তি ১২ মাস পর থেকে আদায়ের নির্দেশনা থাকলেও এখন ফেক্সিবল করা হচ্ছে।

পরবর্তীতে সময় নির্ধারণ জানিয়ে দেওয়া হবে থেকে বাউন্স ব্যাক লোনের কিস্তি দিতে হবে।


Similar Posts