| |

যুক্তরাজ্যে নতুন আরো একটি করোনাভাইরসের
সন্ধান পাওয়া গেছে।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরস মহামারি কিছুতেই পিছু ছাড়ছেনা। যতই সাবধান হচ্ছে মানুষ ,ততই রুপ পালটাচ্ছে করোনার ধরন। একের পর এক রুপ পালটাচ্ছে করোনাভাইরস ।

দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের (ওএনএস) এক গবেষণায় বলা হয়েছে “করোনাভাইরাস নতুন রুপ খুবই সাধারন। নতুন রূপের করোনা জন্য পজিটিভ পরীক্ষা করে এমন লোকদের মধ্যে কাশি, অবসন্নতা, গলা ব্যথা এবং পেশীর ব্যথা বেশি হতে পারে।

ওএনএসের ফলাফলগুলি ইংল্যান্ডের ৬,০০০ মানুষের এলোমেলো নমুনা থেকে নেওয়া ইতিবাচক পরীক্ষার উপর ভিত্তি করে এমন তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে করোনায় আক্রান্ত হলে খাবারে স্বাদ এবং গন্ধ হ্রাস ভাইরাস এর নতুন ফর্ম সঙ্গে তাদের প্রভাবিত করতে সামান্য কম হতে পারে।

এটি কোভিড -১৯ এর প্রধান তিনটি লক্ষণের মধ্যে একটি ।এবং খুব সাধারন তেমন উপসর্গ না থাকলেও আপনাকে ঘায়েল করে দিবে। আপনার ভিতরটাকে নতুন ভাইরাসটি এমন ভাবে ধরবে। এক কস্টটা শুধু ভুক্তভোগিরাই জানেন। সবাই শতর্ক থাকুন।

এনএইচএস ওয়েবসাইট কোভিডের লক্ষণগুলিকে উচ্চ তাপমাত্রা, একটি নতুন ক্রমাগত কাশি এবং ক্ষতি বা গন্ধ বা স্বাদ অনুভূতিতে পরিবর্তন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

সবাই সাবধানে থাকুন । যত দূর সম্ভব ঘরে থাকুন । সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলুন।আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।


Similar Posts