| |

ব্রিটেনে-করোনার মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে।
আরো ৫০ হাজার মানুষের মৃত্যুর আশংকা।


মো: রেজাউল করিম মধা

করোনায় কেড়ে নিলো ১ লক্ষ ১৬২ জন মানুষের প্রাণ।এই মৃত্যু মেনে নিতে কস্ট হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মংগলবার প্রেস কন্ফারেন্সে এই মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করে বলেন,” ব্রিটিশ সরকার এবং এনএইচএস করোনাভাইরস মোকাবেলায় কাজ করে যাচ্ছে । ভ্যাকসিন কার্যক্রম চলছে তারপর মৃত্যুর মিছিল থামছেনা। প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে মৃত্যুর সংখ্যা এটা আমাদের কাম্য নয়।

ব্রিটেনে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ২৬ জানুয়ারী গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের কারণে ১৬৩১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ০৮৯ জন।

১৬৩১ জনের মৃত্যু সহ ইংল্যান্ডে কোভিড-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬২।

লেবার স্যাডো হেল্থ সেক্রেটারি – জনাথন আসউয়ার্থ বলেন ,” সরকারের ব্যার্থতার কারনেই এক লাখেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে। লেবার পার্টির পক্ষ থেকে করোনার ভয়াবহ পরিস্থিতি দেখে লক ডাউন দেওয়ার কথা বললেও সরকার কর্নপাত করেনি। প্রতি বারই সরকার তার নিজের ইচ্ছেমত দেড়ী করে লক ডাউন দিয়েছে। দেড়ী করে লক ডাউন দেওয়ার কারনেই আজ এত গুলি মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় সরকার কিছুতেই এড়াতে পারবেনা,”।

ব্রিটেন করোনায় সারা বিশ্বে ৫ স্থানে রয়েছে। অন্য দেশ গুলির মধ্যে আমেরিকা, ব্রাজিল, ভারত এবং মেক্সিকো।ইউরোপের মধ্যে করোনায় মৃত্যু সংখ্যায় সবার শীর্ষে।

ব্রিটেনের করোনা গবেষকদের অন্যতম গবেষক প্রফেসর -ক্লাউম সেম্পেল বলেন, “করোনার মৃত্যুর সংখা এখানেই শেষ নয় । মৃত্যু হতে পারে আরো ৪০ থেকে ৫০ হাজার মানুষ,”।


Similar Posts