| | |

ব্রিটেনে দ্রুত ভ্যাকসিন দেওয়ার জন্য আরো ১০টি বৃহৎ ভ্যাকসিন সেন্টার খোলা হচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা।

মানুষের জীবন বাঁচাতে এবং করোনাভাইরস থেকে জনসাধারন কে রক্ষার জন্য ব্রিটিশ সরকার আপ্রাণ চেস্টা করে যাচ্ছে।

সরকারের টার্গেট ১৫ই ফেব্রুয়ারি ২০২১ এর মধ্য ১৫ মিলিয়ন মানুষ কে ভ্যাকসিন দিবে। সেই লক্ষ নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।

বিশেষজ্ঞগণ দের তথ্যমতে করোনাভাইরস মহামারি থেকে সুরক্ষার এক মাত্র উপায় ভ্যাকসিন তাই সরকার এবং এনএইচএস সেই ভ্যাকসিন দিয়ে মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে।

এরই মধ্যে ১০০০ জিপি সার্জারি, ২৫০টি হাসপাতাল , বেশ কয়েকটি বৃহৎ স্থানে ভ্যাকসিন কেন্দ্রে নিয়মিত ড্যাটা বেইজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখন আরো ১০ নতুন ভ্যাকসিন কেন্দ্র খোলা হচ্ছে। তবে আপনারা কেউ ফোন করবেন না জিপি অথবা এনএইচএস থেকে আপনাকে ফোন করে এযাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যাংকক বলেছেন,”আমরা করোনা মহামারি থেকে বেড়িয়ে আসার রাস্তা পেয়েছি সেটা হলো ভ্যাকসিন।এরই মধ্যে ৮০ উর্ধ বয়স্ক মানুষ এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারদের ভ্যাকসিন দেওয়া প্রায় শেষের দিকে। এখন ড্যাটা অনুযায়ী অন্যদের দেওয়া হচ্ছে এবং হবে। আরো বেশী মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য আরো নতুন ১০টি ভ্যাকসিন সেন্টার খোলা হচ্ছে।

নতুন কেন্দ্র গুলি হচ্ছে।

Where will the new mass vaccination centres be?

• Bournemouth International Centre, Dorset

• Taunton Racecourse, Somerset

• Blackburn Cathedral, Lancashire

• Salt Hill Activity Centre, Berkshire

• Norwich Food Court, Norfolk

• The Lodge in Wickford, Essex

• Princess Royal Sports Arena, Lincolnshire

• St Helens Rugby Ground, Merseyside

• The park-and-ride at Askham Bar, York

• Olympic Office Centre in Wembley, north London


Similar Posts