| |

চৌধুরী এ্যান্ড লস্কর ট্রাস্টের উদ্দ্যোগে কভিড-১৯ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরন।


মো: রেজাউল করিম মৃধা।

বৃহস্পতিবার ২৪শে ডিসেম্বর ২০২০ সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ৮.০০ পর্যন্ত ইন্ট লন্ডনের ক্যানেরি ওয়ার্ফের সন্নিকটে টেল অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে সেবামূলক সংগঠন “ চৌধুরী এ্যান্ড লস্কর ট্রাস্টের এর উদ্দ্যোগে কভিড—১৯ বা করোনাভাইরস মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবার, হোম লেস, অসুস্থ্য, শিশু ও বৃদ্ধদের মাঝে দুই শতাধিক প্যাকেট খাদ্য বিতরন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারমযান জুবের আহমেদ লস্কর তার মা বাবার প্রতি শ্রদ্ধা রেখেই এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুধু লন্ডনেই নয় বাংলাদেশের সিলেট জেলার জরি গন্জ থানার বিভিন্ন এলাকায় কার্যকর্ম পরিচালনা করে আসছেন।

বাংলাদেশে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ লস্কর। এই সংগঠন ব্যাক্তগত তহবিল থেকে পরিচালিত হয়ে দীর্ঘ দিন ধরে অসহায় ও দুস্থ্য মানুষের সেবা করে আসছে।


Similar Posts