| |

৪র্থ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারি থেকে রক্ষার জন্য ভ্যাকসিননের বিকল্প নেই। ভ্যাকসিন দিয়ে কভিড মোকাবেলা করতে হবে। যারা ভ্যাকসিনের ৩টি ডোজ দিয়েছেন তাদের ৪র্থ ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই।

ব্রিটেনে দি জয়েন্ট কমিটি অফ ভ্যাকসিনেশন এ্যান্ড ইমুনিজেশন JCVI এর তথ্যমতে ১ম, ২য় এবং ৩য় ডোজ ভ্যাকসিন কভিড ভাইরাস মোকাবেলায় বেশী কারিযকর।

প্রফেসর ইউ সেন লিম বলেন,” বুস্টার ডোজ ইমুনি সিস্টেমে ধারাবাহিক ভাবে কাজ করবে। চতুর্থ ডোজ বা বুস্টার দ্বিতীয় ডোজ প্রয়োজন নেই। অতি দূর্বল এবং বেশী বয়সী ভানেরেবল রোগীদের হয়তো চতুর্থ ডোজ দেওয়া হতে পারে তবে আপাতত কোন পরিকল্পনা নাই,”।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,” সমগ্র ইউকে জুডে ৯০% লোক প্রথম ডোজ, ৮৩% দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়েছে এবং ৬১% দিয়েছে বুস্টার।

তবে লন্ডনে প্রথম ডোজ দিয়েছে ৬৯%, দ্বিতীয় ডোজ দিয়েছে ৬৩% এবং বুস্টার দিয়েছে মাত্র ৪০% । সবাইকে ভ্যাকসিন দেওয়া অতি জরুরী। ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই কভিড-১৯ মোকাবেলা করতে হবে।

বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়ার তিন মাস পর থেকে ইমুনি সিস্টেম কার্যক্ষমতা বাড়তে থাকে। ৬৫ বৎসরের উপরের বয়সীদের জন্য কার্যকর ৯০% পারসেন্টের ও বেশী।

যারা এখনো ভ্যাকসিনের তিনটি ডোজ দেননি তাদের ভ্যাকসিন দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছে এনএইচএস।


Similar Posts