২৫শে অক্টোবর থেকে লন্ডনে পুরাতন গাড়ী নিষিধ এবং
ইউলেজ এর সীমানা বৃদ্ধি।
মো: রেজাউল করিম মৃধা।
লন্ডন শহরকে বায়ু দূ:ষন এবং কার্বন মুক্ত করতে পুরাতন পুরাতন গাড়ী চলাচলে নিষধাজ্ঞা জারি করা হচ্ছে। সেই সাথে সেন্টার লন্ডনের পরিধি বাডানো হচ্ছে বহু গুন।
আগামী ২৫শে অক্টোবর থেকে লন্ডনের ইউলেজ এর সীমানা বৃদ্ধি হচ্চে। সেন্টার লন্ডনের এলাকা শুধু মাত্র সিটি অফ ওয়েস্ট মিনিস্টারেই সীমা বন্ধ নয়। এর বৃস্তৃতি বহু গুন বাড়ানো হয়েছে।
ইস্ট লন্ডনের নিউহ্যামের সার্কোলার রোড থেকে হেমেস্মিথ, অপর দিকে ব্রেন্ট থেকে লুইশহ্যাম পর্যন্ত। এই সীমানা দিয়ে আগামী ২৫শে অক্টোবর থেকে আর পুরাতন গাড়ী চলতে পারবে না।২০০৬ সালের পুরাতন পেস্ট্রোল গাড়ী এবং ২০১৯ সালের পুরাতন ডিজেল গাড়ি নতুন করে সীমানা দেওয়া ইউলেজ এ প্রবেশ করতে পারবে না।
টিএফএল এবং লন্ডন মেয়র যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহননকরেছে। অন্য এলাকার গাড়ী এই এলাকায় প্রবেশ করতে পারবে না। সেই সাথে নিজস্ব এলাকার রেসিডেন্টদের এ পুরাতন গাড়ী ইউলেজ এলাকায় চালাতে পারবেন না।
সরকারি আইন অমান্য করে কেহ গাড়ী চালালে তাকে জরিমানা হিসেবে £১৬০ পাউন্ড দিতে হবে। এই বর্ধিত এলাকার জন্য ৭০০ নতুন ক্যামেরা বসানো হয়েছে। এই সব ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখেই তাদের গাড়ীর মালিককে জরিমানা করা হবে এবং এই জরিমানা দুই সপ্তাহের মধ্যে না দিলে জরিমানার এমাউন্ড বাড়তেই থাকবে।
নতুন ইউলেজ এলাকার গাড়ী চালকদের আপনার গাড়ীর ফিটনেস এবং সরকারি নিয়ম দেখে দিতে হবে।এছাড়া অন্য এলাকার গাড়ী চালকদেরও সাবধানতা অবলম্বন করতে